Monday, December 23, 2024
HomeDebraডেবরার জোড়া খুনে ধৃত দুজনকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।

ডেবরার জোড়া খুনে ধৃত দুজনকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।

Court orders 10-day police custody for two arrested in Debra's twin murders.

সংবাদদাতা, কে টিভি নিউজ বাংলা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জোড়া খুনে ধৃত দুজনকে বুধবার ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার দুপুরে ডেবরার স্বস্ত্রীক খুনের ঘটনায় ধৃত দুই যুবককে মেদিনীপুর CJM আদালতে তোলা হয়। এই ঘটনায় পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্তদের ১৪ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানালে আদালতের বিচারক ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী (APP) সৈয়দ নাজিম হাবিব।

Ktvnewsbangla.com
ডেবরার জোড়া খুনে ধৃতরা আদালতে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ভগবানবাসান এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে একসঙ্গে থাকা চেম্বার ও বাড়িতে খুন হন পেশায় কোয়াক ডাক্তার এস আলাউদ্দিন (বয়স আনুমানিক ৫০-৫২) ও তাঁর স্ত্রী রুপসারা বিবি (বয়স আনুমানিক ৪৭)। এরপরই ঘটনার তদন্তে শুরু করে ডেবরা থানার পুলিশ আধিকারিক সহ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পদস্থ কর্তারা। তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিশ্বনাথপুরের বাসিন্দা ঝাড়েশ্বর সাউ ও খড়্গপুরের বাসিন্দা বান্টি মাহাত নামে দুই যুবককে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। ধৃত দুই যুবককে বুধবার আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক। পুলিশ ধৃতদের হেফাজতে নিলে ডেবরার জোড়া খুনের ঘটনার তদন্তে গতি আসবে এবং খুনের আরও রহস্য বেরিয়ে আসবে বলেই মনে করছেন ডেবরা সহ পশ্চিম মেদিনীপুর জেলাবাসী।

RELATED ARTICLES

Most Popular