প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ৬ মার্চ: সন্দেশখালি কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি, কৃষি ফসলে এম, এস,পি চালুর দাবিতে ও কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় শিক্ষা নীতি ‘২০২০ ও বিদ্যুৎ বিল ‘২০২২ বাতিল সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনজীবনের উপর নামিয়ে নানা জনবিরোধী নীতি ও আক্রমনের প্রতিবাদে SUCI(C) দলের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। বিক্ষোভের আগে মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরে পৌঁছায়। মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক নারায়ন অধিকারী।
জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সুরঞ্জন মহাপাত্র, দীনেশ মেইকাপ, অনিন্দিতা জানা। বক্তারা সকলেই কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করেন এবং পাশাপাশি সমস্ত স্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান। ভোটে সরকার পরিবর্তন করলেই সমস্যা সমাধান হবে না। একমাত্র গণআন্দোলনই পারে মানুষের সমস্যা সমাধান করতে। সন্দেশখালির ঘটনার তীব্র নিন্দা করা হয় ও ওখানকার মহিলাসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে অভিনন্দন জানানো হয় SUCI (C) এর পক্ষ থেকে।