Monday, December 23, 2024
HomeLatest Newsএ.বি.টি.এ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা

এ.বি.টি.এ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা

Discussion meeting organized by ABTA West Midnipur District Branch

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ১৭ মার্চ: রবিবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে অনুষ্ঠিত হলো শিক্ষা আন্দোলন সংক্রান্ত আলোচনা সভা। ‘চুয়ান্নর স্মরণীয় আন্দোলনের আলোকে সাধারনের শিক্ষা রক্ষায় আমাদের ভূমিকা ও কর্তব্য’ শীর্ষক এই আলোচনা সভায় দুই মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক জগন্নাথ খান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ।সভার শুরুতেই চুয়ান্নর আন্দোলন সংক্রান্ত প্রায় আধ ঘন্টার একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Ktvnewsbangla.com
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বক্তারা

বক্তারা চুয়ান্নর শিক্ষা আন্দোলনের বিভিন্ন দিকের পাশাপাশি বর্তমান সময়ে সাধারণের শিক্ষার উপর আক্রমণ ও শিক্ষা সংকটের বিভিন্ন দিক নিয়ে তথ্য ও যুক্তিপূর্ণ আলোচনা করেন। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির প্রাণপুরুষ সত্যপ্রিয় রায় ও তাঁর সাথীদের উদ্যোগে চুয়ান্নর দুর্বার শিক্ষক আন্দোলনের প্রভাবে শিক্ষার দাবী জাতীয় দাবিতে উন্নীত হয়। এদিনের সভায় দুই প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, বিপতারণ ঘোষ, জেলা কমিটির নেতৃত্ব ও সদস্য সদস্যাবৃন্দ, মহকুমা নেতৃত্বগণ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular