Wednesday, December 18, 2024
HomeBJPকেশপুরের বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে,...

কেশপুরের বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের

In Keshpur, BJP candidate Hiranmoy Chatterjee's campaign was attacked by TMC workers and supporters, TMC denied the allegations

প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর: কে টিভি নিউজ : ১৬ মে : কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৬ নং অঞ্চল জগন্নাথপুর বাজারে। এদিন দুপুর নাগাদ হিরন প্রবেশ করলে তার গাড়ির সামনে এসে তৃণমূলের কর্মী সমর্থকরা বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ!

Ktvnewsbangla.com
কেশপুরের জগন্নাথপুরে আক্রমনকারীদের তাড়া বিজেপি কর্মীদের

তিনি আরো অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে। তাই কালকে মন্ডল সভাপতির উপর আক্রমণ হয়েছে, আর আজকে প্রার্থীর উপর। তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে। পরে পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করে আক্রমনকারীদের। তবে এদিন কোথাও কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখা মিলল না কেশপুরে।
অন্যদিকে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, বিজেপি সরকারের প্রতি সাধারন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। এর সঙ্গে তৃণমূলের কোন কর্মী যুক্ত নয়। এসব বাজার গরম করার জন্য করছে বিজেপি।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular