Friday, December 20, 2024
HomeDeath Peopleআবারও হাতির আক্রমনে তিন ঘন্টার ব্যবধানে মৃত্যু হল দুই ব্যক্তির।

আবারও হাতির আক্রমনে তিন ঘন্টার ব্যবধানে মৃত্যু হল দুই ব্যক্তির।

Two persons died in the same night after being attacked by elephants in Shalbani.

প্রতিবেদন , কে টিভি নিউজ বাংলা: আবারও হাতির আক্রমনে তিন ঘন্টার ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত ব্যক্তিদের নাম টুকেশ্বর মান্ডি (৪৭) এবং ভাস্কর কিস্কু (৩৬) টুকেশ্বরের বাড়ি শালবনী থানার অন্তর্গত কালিবাসা গ্রামে এবং ভাস্করের বাড়ি নোনাশোল গ্রামে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ টুকেশ্বর মান্ডি নামে ঐ ব্যক্তি যখন নিজের বাড়িতে ছিলেন, সেই সময় তাঁর বাড়ির পাশেই থাকা আলুর জমিতে নেমে তান্ডব চালায় চারটি হাতির একটি দল। হাতির দলটিকে দেখতে পেয়ে আশেপাশের গ্রামবাসীরা হাতি গুলিকে অন্যত্র তাড়াতে চিৎকার চেঁচামেচি করে। মানুষের চিৎকার ও হাতির গর্জনের শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই হঠাৎই চারটি হাতি হামলা চালায় টুকেশ্বর মান্ডির উপর। হাতির আক্রমনে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তার।

অন্যদিকে এই ঘটনার ঘণ্টা তিনেকের মাথায় রাত্রি প্রায় সাড়ে ৯ টা নাগাদ শালবনী থানার নোনাশোল এলাকায় হাতির হামলায় মৃত্যু হয় ভাস্কর কিষ্কু নামে আরও এক ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শালবনী থানার পুলিশ।
ঘটনার পর মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনার পরেই গোটা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রাতে আবারও হাতির হামলার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই গ্রামে।
প্রসঙ্গত, বুধবার বিকেলেই চাঁদড়া বিট এলাকা থেকে মৌপাল বিট এলাকায় প্রবেশ করে চারটি হাতি।

RELATED ARTICLES

Most Popular