Saturday, December 21, 2024
HomeKeshpurশ্রমিকদের বকেয়া অর্থ প্রদানে সহায়তা কেন্দ্রে মন্ত্রী থেকে বিধায়িকা

শ্রমিকদের বকেয়া অর্থ প্রদানে সহায়তা কেন্দ্রে মন্ত্রী থেকে বিধায়িকা

Ministers and MLAs at the Center to help workers pay 200 days of work arrears

প্রতিবেদন কে টিভি নিউজ বাংলা: বহু আন্দোলনের পরেও ১০০ দিনের কাজ (MGNREGA) এর বকেয়া অর্থ এরাজ্য দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি আবারও এমনটাই অভিযোগ তুলে রাজ্যের শ্রমিকদের বকেয়া অর্থ রাজ্য সরকার দেবে বলে ঘোষনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই মতো রাজ্য জুড়ে শ্রমিকদের বকেয়া অর্থ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করেছে রাজ্যের শাসক শিবির তৃনমূল। ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের ২বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক স্তরে সহায়তা কেন্দ্র খুলে বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার কাজও শুরু হয়েছে। এবার সেই সমস্ত সহায়তা কেন্দ্র গুলি পরিদর্শন শুরু করেছেন রাজ্যের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা জুন মালিয়া তাঁর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতে আয়োজিত সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের পাশাপাশি সহায়তা কেন্দ্রে বসে শ্রমিকদের নাম নথিভুক্ত করতেও দেখা মিলেছে বিধায়িকা জুন মালিয়াকে। এদিন মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী ব্লকের কর্নগড় অঞ্চলের ভাদুতলা, কাশিজোড়া, বাঁকিবাঁধ, সাতপাটি এবং মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, ধেড়ুয়া, মনিদহ, কনকাবতী অঞ্চলের সহায়তা কেন্দ্র গুলি পরিদর্শনের পাশাপাশি নাম নথিভুক্তকরণে হাতও লাগান জুন মালিয়া।

একই ভাবে বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র কেশপুর চষে বেড়িয়েছেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিউলি সাহা। এদিন সকাল থেকেই তিনি কেশপুর ব্লকের আমনপুর, আমড়াকুচি, আনন্দপুর, কেশপুর, তেঘরি সহ বিভিন্ন অঞ্চলে আয়োজিত সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন। পরিদর্শনের সাথে সাথে বেশকিছু শ্রমিকদের নাম নথিভুক্তির কাজেও হাত লাগান মন্ত্রী শিউলি সাহা।
সব মিলিয়ে জেলা জুড়ে তৃণমুলের আয়োজিত সহায়তা কেন্দ্র গুলি আবার নতুন করে শ্রমিকদের মনে আশার আলো জ্বালিয়েছে নিজেদের পাওনা বকেয়া বছরে ২০০ দিনের কাজের অর্থ পাওয়ার ক্ষেত্রে বলেই মনে করছেন শ্রমিক মহল।

RELATED ARTICLES

Most Popular