Monday, December 23, 2024
HomeHiranঘাটালের বিজেপি প্রার্থী হিরনের রোডশোতে শুভেন্দু অধিকারী

ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের রোডশোতে শুভেন্দু অধিকারী

Shuvendu Adhikari in roadshow for BJP candidate Hiron from Ghatal

প্রতিনিধি, ঘাটাল: কে টিভি নিউজ:৪ মার্চ: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ইতিমধ্যেই ২০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। এবার ঘাটালে বিজেপির পদ্মফুল প্রতীকে প্রার্থী হয়েছেন, খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং খড়্গপুর পুরসভার ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই সেই সমস্ত প্রার্থীরা নিজ নিজ লোকসভা এলাকায় শুরু করেছে ভোট প্রচার। কোথাও প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন, তো কোথাও শুরু হয়েছে মিছিল মিটিং রোড শো।

Ktvnewsbangla.com
ঘাটালে হিরন চ্যাটার্জীর প্রচারে শুভেন্দু অধিকারী

তেমনই সোমবার বিকেলে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় এর প্রচারে রোড শো করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘাটালের রানিচক থেকে দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন হিরন্ময় ও শুভেন্দু। এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ জেলা নেতৃত্বরা। রোড শো তে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুপাশ গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছিল এদিন। রোড শো শেষে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের অনুন্নয়ন এবং রাজ্যের বর্তমান সরকারের দুর্নীতির কথা তুলে ধরে উন্নয়ন ও দুর্নীতি মুক্ত সাংসদ হিসেবে হিরন চ্যাটার্জীকে সমর্থন করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

RELATED ARTICLES

Most Popular