Monday, December 23, 2024
HomeChief ministerমেদিনীপুরে এসে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, তারই মাঝে কোলে নিলেন দিশাকে

মেদিনীপুরে এসে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, তারই মাঝে কোলে নিলেন দিশাকে

When the Public Relations Chief Minister came to Medinipur, he took Disha in his arms

প্রতিনিধি,মেদিনীপুর: কে টিভি নিউজ: ৪ মার্চ: মেদিনীপুর সফরে এসে জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 2.40/45 মিনিট নাগাদ মেদিনীপুর শহরের বিধাননগর মাঠে তৈরী অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। এরপরই হেলিকপ্টার থেকে নেমে তিনি পায়ে হেঁটে সার্কিট হাউস যাওযার সিদ্ধান্ত নেন। ততক্ষনে বিধান নগর মাঠ সহ আশেপাশের এলাকায় ভীড় জমে যায় উচ্ছসিত মানুষের। বিশেষ করে মহিলাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিধান নগর মাঠ থেকে পায়ে হেঁটে বেরিয়ে রাস্তায় আসতেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে যায় শিশু কোলে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে, তাঁকে দেখার জন্য।

Ktvnewsbangla.com
এই শিশু (দিশা) কে কোলে নিয়ে আদর করেন মুখ্যমন্ত্রী

সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সেই মহিলার দিকে এগিয়ে গিয়ে মহিলার কোল থেকে দিশা নামের শিশুটিকে নিজের কোলে নিয়ে আদর করেন, এরপরই ছোট্ট দিশার গায়ে মাথায় হাত বুলিয়ে আবার শিশুটিকে মহিলার কোলে ফিরিয়ে দিয়ে হাঁটতে শুরু করেন। দিশা (শিশুটি) যার কাছে থাকে সেই মহিলা সুপ্রিয়া রায় জানান, শিশুটির মা বাবা আরেকটি শিশুকে নিয়ে অন্যত্র থাকেন। দিশা (শিশুটি) পাঁচ মাস বয়স থেকে তাঁর কাছেই থাকে। বর্তমানে দিশার বয়স এক বছর তিন মাস। তিনি খুবই আপ্লুত তাঁর কোল থেকে মুখ্যমন্ত্রী শিশুটিকে নিজের কোলে নিয়ে আদর করার জন্য।
বিধান নগর মাঠ থেকে প্রায় ৫০০/৬০০ মিটার পায়ে হেঁটে তিনি মেদিনীপুর সার্কিট হাউসে প্রবেশ করেন।
প্রসঙ্গত, সোমবার সার্কিট হাউসেই রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে সরকারি পরিষেবা প্রদান সভায় যোগ দেবেন তিনি। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে জেলাবাসী।

RELATED ARTICLES

Most Popular