Monday, December 23, 2024
HomePaschim Medinipurমেদিনীপুরের বীরসিংহপুরে পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

মেদিনীপুরের বীরসিংহপুরে পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

DeadBody of young man recovered from pond in Birsinghpur of Medinipur, family alleges murder

প্রতিনিধি,মেদিনীপুর: কে টিভি নিউজ:১১ মার্চ: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবক, অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত বীরসিংহপুর গ্রামে। সোমবার সকালে স্থানীয় গ্রামবাসীরা গ্রামেরই পুকুরে এক যুবকের মৃতদেহ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৃত যুবকের নাম সুকুর আলী (২২)।

Ktvnewsbangla.com
মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বনপুরা অযোধ্যা নগরের বাসিন্দা সুকুর আলি গত শনিবার তার এক বন্ধুর সঙ্গে বিয়েবাড়ির নেমন্তন্নে বীরসিংহপুরে গিয়েছিলেন। ঐদিন দুপুরের পর থেকেই শুকুর আলী নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায়। এরপরই সোমবার সকালে গ্রামের পুকুরে মেলে যুবকের মৃতদেহ।
মৃত যুবকের কাকিমা শুকরিয়া বিবির অভিযোগ, বীরসিংহপুর গ্রামেরই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঐ যুবকের। তারাই তাদের ছেলেকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার পরিজনেরা। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
যদিও পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular