প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ:১১ মার্চ: জিরে থেকে হিরে, নুন থেকে লোহা। আপনি যা ই কিনতে যান না কেন একশ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে আপনাকে ঠকিয়ে দেবে। তাই ক্রেতাদের সুরক্ষা দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে কনজিউমার ক্লাব তৈরি করা হয়েছে ক্রেতা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনে এরকম ৩৮ টি স্কুলে ৩৮ টি কনজিউমার ক্লাব আছে। আজ সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের পরিকল্পনা ভবনে জেলার সেই ৩৮ টি স্কুলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হলো।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার স্কুলগুলিতে এই ধরনের কনজ্যুমার ক্লাব তৈরি করার উদ্দেশ্য হলো একদিকে ছাত্র-ছাত্রীদের যেমন সচেতন করা এবং অন্যদিকে সেই এলাকার অভিভাবক সহ মানুষজনকে কেনাকাটা সম্বন্ধে সচেতন করা। তাই জেলার ৩৮ টি স্কুলকে বেছে নিয়ে সেইসব স্কুলে একটি করে কনজিউমার ক্লাব তৈরী করা হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে।
ভিডিও লিংক নিচে