Monday, December 23, 2024
HomeKharagpurসেমি-কন্ডাক্টার মিশনে ১০০ দিনে ১০০টি পেটেন্টের আহ্বান আইআইটি খড়্গপুরের

সেমি-কন্ডাক্টার মিশনে ১০০ দিনে ১০০টি পেটেন্টের আহ্বান আইআইটি খড়্গপুরের

IIT Kharagpur calls for 100 patents in 100 days in Semi-conductor mission

প্রতিনিধি, খড়্গপুর: কে টিভি নিউজ:১৩ মার্চ: একটা ছোট্ট চিপের (Silicon Microchip) মধ্যেই দুনিয়া! বর্তমান যুগকে তাই সিলিকন যুগ বা সেমি কন্ডাক্টর (Semi-Conductor) যুগও বলা হয়। প্রতি মুহূর্তে নানা আবিষ্কার’কে সেমিকন্ডাক্টার (বা অর্ধপরিবাহী)-র মাধ্যমে চিপ-বন্দী করে এগিয়ে চলেছে চীন-জাপানের মতো দেশগুলি। পিছিয়ে থাকতে রাজি নয় ভারত-ও! বিকশিত ভারত (Vikait Bharat) এবং ডিজিটাল ইন্ডিয়া ভিশনের (India’s Techade Vision) মধ্য দিয়ে ভারত সেই লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। নাম দেওয়া হয়েছে আইএসএম বা ভারতের সেমিকন্ডাক্টার মিশন (India’s Semi-Conductor Mission)। ২০৪৭ সালের মধ্যে এই সেমিকন্ডাক্টর মিশনে চীন-জাপানকে পাল্লা দিতে এগিয়ে এসেছে ভারতের আইআইটি খড়্গপুরও (IIT Kharagpur)। বুধবার আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে এই সংক্রান্ত একটি অনুষ্ঠান পরিচালিত হয়। লক্ষ্য ১০০ দিনে অন্তত ১০০টি আবিষ্কার-স্বত্ব’কে অনুমোদন দেওয়া। এই আহ্বান জানিয়েই এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়।

Ktvnewsbangla.com
বিকশিত ভারত অনুষ্ঠান খড়্গপুর আই.আই.টিতে

উল্লেখ্য যে, আইআইটি খড়গপুরের স্পনসরড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি সেলের একটি বিশেষ ড্রাইভে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে প্রায় আড়াই (2.5 গুণ) বেশি পেটেন্ট ফাইলিং হয়েছে। একইভাবে, অনুমোদন দেওয়া পেটেন্টের সংখ্যাও চার গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ১০৬টি পেটেন্ট পেশ করা হয় এবং ৭১টি পেটেন্টের অনুমোদন দেওয়া হয়। অ্যারোস্পেস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, রাসায়নিক, বৈদ্যুতিক, সিভিল, কম্পিউটার সায়েন্স, এআই এবং IoT, Cryogenics, রোবোটিক্স, রাবার প্রযুক্তি, 6G এবং তার বাইরে টেলিযোগাযোগ, শক্তি বিজ্ঞান, শিল্প এবং সিস্টেম, ধাতুবিদ্যা ও উপকরণ, খনিজ, ন্যানোসায়েন্স, প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত এই পেটেন্টগুলি ভারতবর্ষের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেই দাবি কর্তৃপক্ষের।

RELATED ARTICLES

Most Popular