Monday, December 23, 2024
HomeElephant Attackকেশিয়াড়িরতে হাতির আক্রমনে মৃত্যু এক স্কুল শিক্ষকের, ক্ষুব্ধ গ্রামবাসীরা

কেশিয়াড়িরতে হাতির আক্রমনে মৃত্যু এক স্কুল শিক্ষকের, ক্ষুব্ধ গ্রামবাসীরা

School teacher killed by elephant attack in Keshiary, angry villagers

প্রতিনিধি, কেশিয়াড়ি: কে টিভি নিউজ: ১৬ মার্চ: আবারও হাতির আক্রমণে মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির নাপো এলাকায়। মৃত শিক্ষকের নাম বাদল দত্ত, বাড়ি কুসুমপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পেশায় কেশিয়াড়ি হাই স্কুলের শিক্ষক ছিলেন। জানা গেছে শনিবার সকালে বেলদা রেঞ্জের অন্তর্গত কেশিয়াড়ির তেলে পুষ্করিনির জঙ্গলে ৬০/৭০ টি হাতির একটি দল অবস্থান করছিল।

Ktvnewsbangla.com
কেশিয়াড়িতে হাতির দল

সন্ধে নামতেই হাতির দলটি জঙ্গল ছেড়ে কুসুমপুর এলাকায় চলে আসে। সেই সময় স্কুল থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন কেশিয়াড়ি হাইস্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক বাদল দত্ত। বাইক নিয়ে ফেরার পথেই রাস্তায় হাতির মুখোমুখি পড়ে যায় ওই শিক্ষক, তড়িঘড়ি বাইক পেলে পালানোর চেষ্টাও করে কিন্তু শেষ রক্ষা হয়নি। হাতির নাগালের মধ্যে চলে আসায় শুঁড়ে জড়িয়ে ঐ শিক্ষককে আছাড় মেরে পায়ে মাড়িয়ে ফেলে হাতির দলটি। স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় শিক্ষক বাদল দত্তের। ঘটনার পরেই ক্ষোভ দেখা দেয় এলাকায়। স্থানীয় মানুষেরা জানান, এলাকায় একসঙ্গে ৬০/৭০ টি হাতির দল থাকা সত্ত্বেও হাতির দলটিকে অন্যত্র তাড়ানোর ক্ষেত্রে বনদপ্তর এর ভূমিকা সেভাবে লক্ষ্য করা যায়নি।

Ktvnewsbangla.com
হাতির আক্রমনে মৃত শিক্ষক

ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেন স্থানীয় মানুষেরা। প্রসঙ্গত, সারা বছর ধরেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন সময়ে হাতির আক্রমণে ফসলের ক্ষতি থেকে শুরু করে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি একাধিক মানুষের প্রাণহানীর ঘটনাও ঘটেছে। স্কুল শিক্ষক বাদল দত্তের মৃত্যুতে কুসুমপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া।

RELATED ARTICLES

Most Popular