প্রতিনিধি, খড়্গপুর: কে টিভি নিউজ: ২০ মার্চ: খড়্গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বনথা মুরলীর বাড়ীতে ডাকাতির ঘটনায় খড়্গপুর শহর জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ৪ অজ্ঞাত পরিচয় যুবক মুখে মাস্ক বেঁধে বনথা মুরলির রেল কোয়ার্টারে ঢুকে পড়েন। সেই সময় বনথা মুরলী বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বনথা বিজয়া বাড়িতে একাই ছিলেন। দুষ্কৃতীরা ঘরে ঢুকে বিজয়ার হাত-পা বেঁধে দেন এবং তার গায়ের গয়না বলপূর্বক খুলে নেন। এছাড়াও আলমারি ভেঙে বেশকিছু গহনা এবং নগদ টাকা বের করে নেয় বলে অভিযোগ বনথা মুরলির স্ত্রী বনথা বিজয়ার। বিজয়া বলেন, দুষ্কৃতীরা ঘরে ঢুকেই বনথার খোঁজ করেন। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এরপর তারা বলে যেখানে যা গহনা আছে বের করে দিতে। তারপর তারা আমাকে জোর করে হাত পা বেঁধে দেয় এবং আলমারি ভেঙে সমস্ত সোনার গহনা নিয়ে চম্পট দেয়। ওদের কাছে আগ্নেয়াস্ত্র (বন্দুক) ছিল, তাই দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার পরেও আতঙ্কে তাদের পিছনে যাওয়ার সাহস দেখায়নি কেউ। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বাড়ছে। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। তা নিয়ে পুলিশকেও তিনি জানিয়েছিলেন। পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারপরেও দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত কমেনি বলেই অভিযোগ করেন তিনি। ঘটনার খবর পেয়ে বান্থা মুরলির বাড়িতে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ এবং সমস্ত কিছু খতিয়ে দেখেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তবে তৃণমূল কাউন্সিলার বান্থা মুরলী ঐ সময় বাড়িতে ছিলেন না, থাকলে হয়তো তারও ক্ষতি করতে পারতো দুষ্কৃতীরা বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বান্থা মুরলির স্ত্রী বান্থা বিজয়া। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
খড়্গপুরে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে ঢুকে স্ত্রীর হাত পা বেঁধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি, তদন্তে পুলিশ
tied hands and feet of Trinamool councilor's wife and robbed at gunpoint in Kharagpur, police investigatin
RELATED ARTICLES