প্রতিনিধি,মেদিনীপুর: কে টিভি নিউজ:২১ মার্চ: আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্টজনিত কারনে বুধবার রাত্রি ১১ নাগাদ খড়্গপুরের ইন্দা এলাকার বাসিন্দা সেখ রমজান (৫১) কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার পরিজনেরা। কিন্তু ভর্তির পর থেকেই রোগীর কোনরকম চিকিৎসা করেনি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত চিকিৎসক বা নার্সরা বলে অভিযোগ পরিবারের। রাত বাড়ার সাথে সাথে রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকলে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য কর্তব্যরত নার্সদের কাছে কাতর আকুতি মিনতী করতে থাকে রোগীর স্ত্রী, পুত্র সহ পরিবারের লোকেরা।

অভিযোগ তারপরেও রোগীর বাড়ির লোকেদের অনুরোধে কোন সাড়া দেয়নি ওয়ার্ডে কর্মরত নার্সরা বলে অভিযোগ রোগীর পরিবারের। অবশেষে সময় মতো অক্সিজেন না দেওয়ার ফলে সেক রমজান বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ মারা যায়। ঘটনার পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। ইতিমধ্যেই এবিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। অন্যদিকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার জয়ন্ত রাউৎ। তিনি আরও বলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন অক্সিজেন প্ল্যান্ট রয়েছে, তাই পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, তারপরেও এধরনের অভিযোগ কাম্য নয়। তাই বিষয়টি খতিয়ে দেখা হবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
