প্রতিনিধি, মেদিনীপুর:কে টিভি নিউজ:২৪ মার্চ: সোমবার সকাল থেকেই বাংলা তথা বাঙালি মেতে উঠবে বসন্ত উৎসব বা দোল উৎসব উদযাপনে। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরেও সাড়ম্বরে পালিত হবে রঙের উৎসব দোল। প্রত্যেকেই একে অপরকে রং লাগিয়ে হোলি খেলায় মেতে উঠবে সকাল থেকেই। প্রতিবারই রঙের উৎসব হোলি খেলার মধ্যেই চোখে পড়ে পথকুকুর থেকে বিভিন্ন গৃহপালিত পশুর গায়েও রঙ। অনেকেই মসকরা বা ফাজলামির আছিলায় পথকুকুর থেকে বিড়াল বা অন্যান্য পশুদের গায়ে রং মাখিয়ে আনন্দ উপভোগ করেন। যা একেবারেই অমানবিক এবং অনুচিত বলে মনে করেন পশুপ্রেমীরা। মেদিনীপুরের অন্যতম পশুপ্রেমীদের সংগঠন মেদিনীপুর-খড়গপুর স্ট্রিট অ্যানিমেল লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাই বসন্ত উৎসবের প্রাক্কালে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ বার্তা দেওয়া হল।
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, কুকুর, বিড়াল বা অন্য কোনো পশুর গায়ে রং দিলে তাদের অনেক প্রকার ক্ষতি হতে পারে। যেমন চামড়ায় ইনফেকশন। তার পাশাপাশি কুকুর, বিড়াল বা কোনো পশুর চোখে রঙ পড়ে গেলে তারা সেটা জল দিয়ে ধুয়ে ফেলে পরিস্কার করতে পারেনা, ফলত চোখেও রঙ থেকে ইনফেকশন হতে পারে, এমনকি সেই পশুটি অন্ধও হয়ে যেতে পারে। এছাড়াও কুকুর, বিড়াল বা অন্যান্য পশুর গায়ে রঙ লাগলে সেই রঙ তারা অজান্তেই জিভ দিয়ে চেটে পরিস্কার করার চেষ্টা করে, যার ফলে সেই রঙ তাদের পেটে গেলে লিভার এবং কিডনি খারাপ হতেও পারে। তাই পশুপ্রেমীরা উৎসব প্রিয় মানুষদের কাছে অনুরোধ করেন, কুকুর বিড়াল বা অন্য কোন পশুর গায়ে রঙ না দেওয়ার জন্য। অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা শিবু রানা বলেন, আনন্দের বসন্ত উৎসব এমনভাবেই পালন হোক, যাতে তা অন্য কারো ক্ষতি বা কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়।