প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ:২৪ মার্চ: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পালের নাম ঘোষনা করল বিজেপি। গত ১০ ই মার্চ কোলকাতার ব্রিগেডের জন গর্জন সভামঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষনা করেছিলেন তৃণমুলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেদিনই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী হিসেবে মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। নাম ঘোষনার সাথে সাথেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে নেমে পড়েছেন জুন মালিয়া। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুধুমাত্র জেলা নয় গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা।
মেদিনীপুর লোকসভা এলাকার অধিকাংশ বিজেপি কর্মী সমর্থকদের মুখে মেদিনীপুরের প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নাম। কারন খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক খ্যাতি অর্জন করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাই মেদিনীপুর লোকসভা আসনে পুনরায় দিলীপ ঘোষই প্রার্থী হবে বলে আশা করেছিলেন অনেকেই। দিলীপ ঘোষকে প্রার্থী ধরে নিয়ে ইতিমধ্যে শালবনীর গড়মাল ও খড়্গপুরে দেওয়ালও লিখে ফেলেছিল বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তখনও বিজেপির মেদিনীপুর আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি।
তারই মাঝে আবার মেদিনীপুর লোকসভায় বিজেপির প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছিল প্রাক্তন IPS ভারতী ঘোষের। তবে পশ্চিম মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্য বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় ছিল। অবশেষে রবিবার সন্ধ্যে নাগাদ বিজেপির তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা হয়। সেই তালিকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম রয়েছে রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। মেদিনীপুর লোকসভার প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পল (পাল) এর নাম ঘোষনার পরেই প্রার্থীর হয়ে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার রাতেই মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে অগ্নিমিত্রা পল (পালের) সমর্থনে দেওয়াল লেখা শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা।
অন্যদিকে সব জল্পনায় জল ঢেলে মেদিনীপুরের ভূমিপুত্র দিলীপ ঘোষ স্থান পেয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এখন দেখার শাসকদল তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বনাম বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নির্বাচনী লড়াই কতটা টক্করে টক্করে হয়।