Monday, December 23, 2024
HomeDeathBus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে পুরী-কলকাতা যাত্রীবাহী বাস, মৃত্যু ৫ জনের; আহত...

Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে পুরী-কলকাতা যাত্রীবাহী বাস, মৃত্যু ৫ জনের; আহত প্রায় ৪০

A terrible accident in Puri-Kolkata passenger bus, 5 people died, around 50 were injured

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ১৫ এপ্রিল: পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রী বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে। এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫ জনের। আহত হয়েছেন কমবেশি ৪০/৫০ জন বাসযাত্রী। জানা গিয়েছে, সোমবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ ওড়িশা-র জাজপুরের কাছে বারাবতী এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি উড়ালপুল থেকে নিচে পড়ে যায় বাসটি! আর তাতেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। রাত্রি ১২টার পরও চলেছে উদ্ধার কাজ।

Ktvnewsbangla.com
দূর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বাস

প্রসঙ্গত, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়েই পুলিশ এবং দমকল বাহিনী বারবাতি সেতুর কাছে পৌঁছে যায়। শুরু হয় উদ্ধারের কাজ। আহতদের ১০টি অ্যাম্বুল্যান্সের সহায়তায় স্থানীয় ধরমশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে ওড়িশা-র মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ট্যুইটে লিখেছেন, “জাজপুর জেলার বারবাতি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এছাড়াও, সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” নিহতদের পরিবারকে ওড়িশা সরকারের তরফে ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধরমশালা থানার আইসি তপন কুমার নায়েক জানিয়েছেন, “দুর্ঘটনায় এক মহিলা সহ ৫ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জনের কাছাকাছি যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে।” দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছেন আইসি তপন কুমার নায়েক। পুলিশের প্রাথমিক অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, ঘটনার সরজমিনে তদন্ত শুরু করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular