Monday, December 23, 2024
HomeLatest Newsদলের শক্তি বাড়াতে লোকসভা নির্বাচনের পূর্বে বহিষ্কৃতদের দলে ফেরালো তৃণমূল, যোগ দিল...

দলের শক্তি বাড়াতে লোকসভা নির্বাচনের পূর্বে বহিষ্কৃতদের দলে ফেরালো তৃণমূল, যোগ দিল দুই নির্দল পঞ্চায়েত সদস্য

To increase the strength of the party, Trinamool returned to the party expelled before the Lok Sabha elections, joined two independent panchayat members

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ২২এপ্রিল: লোকসভা নির্বাচনের পূর্বে দলের শক্তি বাড়াতে দল থেকে বহিষ্কৃত নেতৃত্ব ও কর্মীদের পুনরায় দলে ফেরালো তৃণমূল। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতৃত্ব কর্মী সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। মুলত গড়বেতা ২ নং ব্লকের শারবৎ ৮ নং অঞ্চলের সভাপতি, মাইনরিটি সেলের ব্লক সভাপতি মনিরুল খান, ST সেলের সভাপতি কিষান হেমব্রম, ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি চিন্ময় মাহাত সহ বেশকিছু বহিষ্কৃত তৃণমূল নেতা কর্মীদের এদিন পুণরায় দলে ফিরিয়ে নেওয়া হয় এবং পুনরায় আগের মতো সংগঠনের কাজ করার নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। এছাড়াও এদিন গড়বেতা ২ নং ব্লকের দুজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন।

Ktvnewsbangla.com
তৃনমূলের জেলা কার্যালয়ে যোগদান কর্মসুচি

এদিন সব মিলিয়ে প্রায় ৫০ জন তৃণমূলে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। এদিন যোগদান কর্মসুচিতে সুজয় হাজরা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাঁরা প্রথম থেকে তৃণমূল করেছেন, কিন্তু মাঝে দলের নির্দেশকে তাঁরা মান্যতা না দেওয়ায় দলের রাজ্য নেতৃত্ব তাঁদের সেই সময় দলের সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের ভুল ভ্রান্তি বুঝতে পেরে পুণরায় দলে ফেরার অনুরোধ জানায় এবং আগের মতো তৃনমূলের সৈনিক হিসেবে কাজ করার কথা জানায়। তাদের সেই অনুরোধ রাজ্য নেতৃত্বের কাছে পাঠানোর পর রাজ্য সভাপতির নির্দেশেই তাদের পুণরায় তৃনমূলের সঙ্গে থেকে কাজ করার সুযোগ দিতে দলে গ্রহন করা হল। আজ থেকে সকলেই পুণরায় তৃনমূলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular