Monday, December 23, 2024
HomeKharagpurখড়গপুর শহরে স্ক্র্যাপ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি! গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর...

খড়গপুর শহরে স্ক্র্যাপ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি! গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবসায়ী।

Shots aimed at the scrap dealer in Kharagpur! Businessman admitted to Medinipur Medical College Hospital with serious injuries

প্রতিনিধি, খড়্গপুর: কে টিভি নিউজ: ২২ এপ্রিল:
খড়গপুর শহরে স্ক্র্যাপ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি! চারটি গুলি পায় লাগে ঐ ব্যবসায়ীর। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবসায়ী।
খড়গপুর শহরের বাইরে ৬ নং জাতীয় সড়কের একটি বেসরকারি হোটেলে যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করছেন ঠিক তখনই খড়গপুর শহরের আইমা এলাকাতে এক স্ক্র্যাপ ব্যবসায়িকে লক্ষ্য করে পরপর গুলি চালালো দুষ্কৃতি। গুলিবিদ্ধ স্ক্র্যাপ ব্যবসায়ীর নাম নারায়ণ রাও (৭১), বাড়ি বাংলা সাইডে।

Ktvnewsbangla.com
গুলিবিদ্ধ স্ক্র্যাপ ব্যবসায়ী ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

আহত ব্যবসায়ীর ভাই বাগ্যা রাও জানিয়েছেন, তার দাদাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতি। চারটি গুলি তার পায়ে লেগেছে, তিনি আরও জানিয়েছেন, দুজন যুবক বাইকে করে এসেই আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণ রাওকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। এত কড়া নিরাপত্তার মধ্যে দিনে দুপুরে কিভাবে সত্তর বছর বয়সী এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, তা নিয়ে উঠছে প্রশ্ন, তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

Ktvnewsbangla.com
চিকিৎসাধীন গুলিবিদ্ধ

অন্যদিকে গুলি চালানোর ঘটনায় পুলিশ তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যেই সমু রাজভর নামে আরেক ক্র্যাপ ব্যবসায়ীকে গ্রেফতার করে। ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular