প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ৫ মে:
ডাক্তারি (NEET) পরীক্ষা দিতে এসে সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের রাঙ্গামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। তড়িঘড়ি পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাক্রমে জানা যায়, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বাসিন্দা পূর্ণচন্দ্র সাউ ও মনোরমা সাউ এর একমাত্র মেয়ে লিপ্সা সাউ রবিবার ডাক্তারি (NEET) পরীক্ষা দেওয়ার জন্য তিনি গোপীবল্লভপুর থেকে প্রাইভেট গাড়িতে করে এসেছিলেন মা-বাবা ও মাসীর সাথে। পরীক্ষা শুরুর কথা দুপুর দুটো থেকে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে লিপ্সা যখন বাথরুমে যায়, সেই সময় তাকে সাপ কামড়ায়। লিপ্সা চিৎকার করে ওঠে এবং সে নিশ্চিত করে যে তাকে সাপে কামড় দিয়েছে। তড়িঘড়ি সে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বিষয়টি বলে এবং তৎক্ষনাৎ তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সেখানে অ্যান্টি ভেনাম (Anti venum) দেওয়ার পাশাপাশি যাবতীয় চিকিৎসার পর অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর তাকে পরীক্ষার সেন্টারে পাঠানো হয়। যদিও লিপ্সার পরিবারের সকলে চায় সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বসেই পরীক্ষা দিক, কিন্তু পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা তার অনুমতি দেননি, ফলত হাসপাতালে ভর্তির কিছুক্ষনের মধ্যেই লিপ্সাকে হাসপাতাল থেকে ছুটি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার নির্দিষ্ট সময় থেকে পরীক্ষা দেওয়াও শুরু করে লিপ্সা। কিন্তু পরীক্ষা শুরুর একঘন্টা পরেই আবারও অসুস্থ হয়ে পড়ে লিপ্সা। পরীক্ষা কেন্দ্রেই বমি করতে শুরু করে সে, ফলে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পুণরায় তড়িঘড়ি লিপ্সাকে নিয়ে এসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিবার সন্ধ্যে পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে লিপ্সার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে এবং সে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
ভিডিও লিংক নিচে