Monday, December 23, 2024
HomeIndiaভোটের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল প্রার্থী জুন মালিয়া, ভাঁওতা...

ভোটের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল প্রার্থী জুন মালিয়া, ভাঁওতা রিপোর্ট কার্ড প্রকাশ জুন মালিয়ার, অভিযোগ বিজেপির

Trinamool candidate June Mallya published development report card before the polls, June Mallya's fake report card published, BJP complains

প্রতিনিধি, মেদিনীপুর : কে টিভি নিউজ: ৮ মে:
হাতে এখনো কুড়িটা দিন বাকি রয়েছে। আর তার আগেই মেদিনীপুর লোকসভার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া তার উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বুধবার। এদিন তিনি জেলার ফেডারেশন হলে এক বৈঠকের মধ্য থেকে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করেন। যেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিন প্রার্থী জুন মালিয়া বলেন,”তিনি এই তিন বছরে মেদিনীপুর বিধানসভার জন্য একগুচ্ছ কাজ করেছেন। যার বেশিরভাগটাই গ্রামের উপর ভিত্তি করে। তার কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সেতু নির্মাণ,
রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ, বাতিস্তম্ভ এবং যাত্রী প্রতীক্ষালয় সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে তার বিধায়ক কোটার টাকা খরচ করেছেন তিনি।

অন্যদিকে জুন মালিয়ার রিপোর্ট কার্ড নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন মেদিনীপুর জেলা বিজেপির মুখপাত্র অরুপ দাস। তিনি বলেন, মানুষকে ধোকা দেওয়ার রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন জুন মালিয়া। যেখানে জুন মালিয়া প্রতি বছর ৬০ লক্ষ করে বিধায়ক কোটার টাকা পান, তিনি তিন বছর বিধায়ক আছেন, অর্থাৎ তিন বছরে ১ কোটি ৮০ লক্ষ টাকা তিনি পেয়েছেন, তাহলে তিনি যে ১২/১৫ কোটি টাকার উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন, এই টাকা উনি পেলেন কোথায় ?

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular