প্রতিনিধি: মেদিনীপুর : কে টিভি নিউজ : ১৬ মে : কেশপুরের ঝেঁতলায় আক্রান্ত আহত বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। আহত শুভেন্দু সামন্তকে তিনি পাশে থাকার আশ্বাস দেন এবং আইনি লড়াইয়ের প্রতিশ্রুতিও দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরন বলেন, আমাদের কর্মীকে ভেবেচিন্তে দিনের আলোতে খুন করার চক্রান্ত ও পরিকল্পনা করেছিল তৃণমূল। আমাদের দলের জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষকে খুনের টার্গেট করা হয়েছিল। তন্ময় ঘোষ ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরেই তন্ময় ঘোষকে না পেয়ে আমাদের মন্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে পেয়ে তাকে বেধড়ক মারধর করা হয। এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ দীপক অধিকারীর। তিনি বলেছিলেন ১০ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে একটা খুন হবে, তার মানে এই যে খুনের পরিকল্পনা সেটা তিনি জানতেন। এটা নিয়ে এর আগে আমরা থানায় এফআইআর করেছিলাম আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছি। এখন আমরা চাইবো পুলিশ কখন ওনাকে গ্রেপ্তার করবে। এখানে বিজেপির কেউ ছিলনা এখানে তৃণমূলের হার্মাদ বাহিনী মেরেছে এবং সেটা ওনার নির্দেশেই মেরেছে। উনি বুঝে গেছেন পায়ের তলার জমি সরে গেছে আর ভোটের মাত্র ৭ দিন বাকি। তিনি বুঝে গেছেন দুই থেকে তিন লাখ ভোটে হারবেন। সেই ওনার পুরনো ছক ২০১৪ এবং ২০১৯ রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন। এটেম্পড টু মার্ডার এই কেসে আমরা এফআইআর করেছি এবং এই কেস নিয়ে আমরা হাইকোর্টে যাব। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা মারধর করেছে এবং সেই সঙ্গে দীপক অধিকারীকেও গ্রেপ্তার করতে হবে। কারণ উনি জানতেন পুরো ঘটনাটা।
ভিডিও লিংক নিচে