Sunday, December 22, 2024
HomeBJPকেশপুরে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি, আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে

কেশপুরে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি, আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে

BJP mandal president injured in Keshpur, admitted to Medinipur Medical College Hospital

প্রতিনিধি, কেশপুর : কে টিভি নিউজ : ১৫ মে : কেশপুরে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি, আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গেছে কেশপুর ১৪ নম্বর অঞ্চল ঝেতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। ওখানেই মোটর সাইকেলে করে যাচ্ছিলেন কেশপুর ৪ নম্বরের মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মোটর সাইকেল থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। কপালে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে এলে তৃণমূলের দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শুভেন্দুর বক্তব্য, এবার দেব হারবে আর হিরন জিতবে সেই কারণে তৃণমূলের এই আক্রোশ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, তারা নির্দিষ্ট ভাবে তৃণমূল নেতৃত্বের নামে থানায় অভিযোগ করবে। যদি পুলিশ ব্যাবস্থা গ্রহন না করে তাহলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি। যদিও এই বিষয়ে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, এসব নাটক করে কেশপুরের মাটিতে বিজেপি যে কোনো ভাবে জায়গা পাবে না, সেটা বিজেপি নেতৃত্বরা ভালো করে জানে। তৃণমূল কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত, তাদের সময় নেই বিজেপি কর্মীকে আক্রমন করতে যাবে।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular