Monday, December 23, 2024
HomeKeshpurআনন্দপুরে বাজ পড়ে মৃত এক ব্যক্তি সহ দুই গবাদিপশু, শালবনীতে অ্যাসবেস্টস ভেঙে...

আনন্দপুরে বাজ পড়ে মৃত এক ব্যক্তি সহ দুই গবাদিপশু, শালবনীতে অ্যাসবেস্টস ভেঙে আহত দম্পতি

one-man-and-two-cattle-died-in-anandpur-of-lightning-couple-injured-in-shalbani-for-asbestos-collapse

প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কে টিভি নিউজ: ১৪ মার্চ: কেশপুরের আনন্দপুরে বাজ পড়ে মৃত এক ব্যক্তি সহ দুই গবাদি পশু। ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৫টা নাগাদ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশপুরের ৬ নং জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশান গ্রামের বাসিন্দা পেশায় কৃষক অশোক পাতর(৫৩) বুধবার বিকেলে মাঠে গরু নিয়ে লাঙ্গল করছিল। সেই সময় হঠাৎই বাজ পড়লে গুরুতর আহত হয় ঐ ব্যক্তি। এরপর স্থানীয় মানুষেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও ততক্ষনে মৃত্যু হয় অশোক পাতরের। অন্যদিকে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই গবাদি পশুর। মৃত অশোক পাতরের দুই পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে। তিন বিঘে কৃষিজমিতে চাষবাস করেই চলতো সংসার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Ktvnewsbangla.com
আনন্দপুরের ঈশান গ্রামে বাজ পড়ে মৃত ব্যক্তি অশোক পাতর
Ktvnewsbangla.com
বজ্রাঘাতে মৃত গবাদি পশু

অন্যদিকে এদিন বিকেলে শালবনীর গোবরু গ্রামে ক্ষনিকের ঝড়ে ঘটে গেল দুর্ঘটনা! বিকেল সাড়ে ৫-টা নাগাদ ঝড়ের তীব্রতায় গোবরু গ্রামে কালীপদ ঘোষের বাড়ির উঠোনে থাকা একটি গাছ ভেঙে পড়ে অ্যাসবেস্টসের চালার উপর। সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন গৃহকর্তা কালীপদ ঘোষ এবং তাঁর স্ত্রী দেবদাসী ঘোষ। তাঁদের মাথায় ও শরীর অ্যাসবেস্টসের টুকরো ভেঙে পড়ে। জখম হন দু’জনই!

Ktvnewsbangla.com
শালবনীর গোবরুতে অ্যাসবেস্টস ভেঙে আহত দম্পতি

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন শালবনী থানার আইসি দেবাশীষ চক্রবর্তী সহ পুলিশ আধিকারিকরা। আপাতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ইতিমধ্যে ওই বাড়িতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইসি।

Ktvnewsbangla.com
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্য

পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শীলাবৃষ্টির ফলে আলুচাষের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে চাষীদের মধ্যে।

RELATED ARTICLES

Most Popular