প্রতিনিধি,মেদিনীপুর : কে টিভি নিউজ: ৩ মে :
খড়্গপুর ও মেদিনীপুরের একাধিক মন্দিরে পুজো দিয়ে শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যকে প্রণাম করে একইদিনে মনোনয়ন পত্র জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী। শুক্রবার মেদিনীপুর শহর লাগোয়া জর্জকোর্ট টিভি টাওয়ার ময়দানে সকাল থেকেই জমায়েত শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। এরপর সকাল সাড়ে ১০ টা নাগাদ জর্জকোর্ট টিভি টাওয়ার ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত মিছিল। মিছিলে প্রথম সারিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমলা সাদা বেলুনে পরিবৃত একাধিক ট্যাবলো ছিল এদিনের মিছিল। উপস্থিত ছিলেন কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থক। মিছিল জেলাশাসক দপ্তরের বাইরে পর্যন্ত এসে পৌঁছায় এবং তারপরই মেদিনীপুর ও ঘাটাল দুই লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী যথাক্রমে অগ্নিমিত্রা পাল ও হিরন্ময় চ্যাটার্জী জেলাশাসক দপ্তরে প্রবেশ করেন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী দেবকে কটাক্ষ করে বলেন, ঘাটালের সাংসদ এতদিন বলছিলেন কে এনামুল হক তিনি চেনেন না, দুদিন আগে টিভি চ্যানেলে বসে বলেছেন, যে উনি টাকা নিয়ে ছিলেন বিপদে পড়ে তা ফেরৎ দিয়েছেন। একজন অভিনেতা প্রডিউসারের রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর প্রথম পাঁচ বছরে ১০০ শতাংশ এবং পরের পাঁচ বছরে ১৫০ শতাংশ সম্পদ বৃদ্ধি হয়েছে। বাকিটা আপনারাই ভাবুন। আমি রামচন্দ্রের দলে আছি, আর উনি রামায়নের রাবনের দলে আছেন। বাকিটা মানুষ বিচার করবেন।
অন্যদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর অগ্নিমিত্রা পাল বলেন, যেভাবে আজ মানুষের ঢল নেমেছিল, আমার মনে হয়েছে বিজয় মিছিল, মনে হয়নি যে নমিনেশন দিতে আসছি। মানুষের প্রধানমন্ত্রীর প্রতি ভরসা আছে, তা প্রমান হয়েছে। তবে নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই পরিস্কার হয়ে যাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হচ্ছে।