Saturday, January 17, 2026
HomeAgnimitra paulMedinipur : মেদিনীপুরে জ্বললো না অগ্নি, বর্ষার শুরুতে জুনেই ভরসা মেদিনীপুর বাসীর।...

Medinipur : মেদিনীপুরে জ্বললো না অগ্নি, বর্ষার শুরুতে জুনেই ভরসা মেদিনীপুর বাসীর। বিধায়ক থেকে সাংসদের লড়াইয়ে জয় বাংলার জয়

Agni did not Light in Midnapur, the residents of Midnapur hoped for the beginning of monsoon in June. Bangla victory in the fight from MLA to MP

প্রতিনিধি: কে টিভি নিউজ : পশ্চিম মেদিনীপুর : ৪ জুন: দীর্ঘ তিনমাস প্রচারের ঝড়ের পর অবশেষে জুনের শুরুতে জুনের জয় হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। ২৭১৯১ ভোটের ব্যবধানে মেদিনীপুর লোকসভা কেন্দ্র দখল করলো তৃণমূল। মঙ্গলবার দুপুরের পর থেকেই খড়্গপুরের গণনা কেন্দ্রের বাইরে উড়লো সবুজ আবির। বিজেপির জোরদার প্রচারের পরেও মেদিনীপুরে জ্বললো না অগ্নি। এদিন খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে মেদিনীপুর লোকসভার কেন্দ্রের ভোট গণনা শুরু হয় নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে। প্রথম থেকে প্রায় ৫/৬ রাউন্ড পর্যন্ত ভোটে এগিয়ে ছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ফলত গণনা কেন্দ্রের বাইরে থাকা গেরুয়া শিবিরে বইতে শুরু করেছিল খুশির হাওয়া।

Ktvnewsbangla.com
জয়লাভের পর জুন মালিয়া!

কিন্তু বেলা ১২ টার পর থেকে পাল্টাতে শুরু করে পাশা। ভোটে এগিয়ে যেতে থাকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এরপর থেকে ক্রমশই বাড়তে থাকে জুন মালিয়ার ভোটের ব্যবধান। একসময় যা গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজারের উপরে। আর তারপরই গণনা কেন্দ্রের বাইরে থাকা তৃনমূলের ক্যাম্পে উড়তে শুরু হয় সবুজ আবির, উল্লাসে মেতে ওঠে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক এবং দলীয় কর্মী সমর্থকরা। তবে সময়ের সাথে সাথে কমতে শুরু করে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার জয়ের ব্যবধান এবং গণনা শেষে যা গিয়ে দাঁড়ায় ২৭১৯১ ভোটে। ভোটে জয় নিশ্চিত হওয়ার পরেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন জুন মালিয়া। তবে গণনা কেন্দ্র থেকে দলের ক্যাম্পে এসে পৌঁছানোর আগেই প্রার্থীকে ঘিরে ধরে শুভেচ্ছা জানাতে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা।
তারই মাঝে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দেয় গণনা কেন্দ্রের বাইরে থাকা সাংবাদিকদের দল। তাদের মুখোমুখি হয়ে খোস মেজাজে জুন মালিয়া বলেন, এই জয় মা মাটি মানুষের জয়। পুরো তৃণমূল পরিবারের জয়। এতোবড় একটা যুদ্ধ আমার একার পক্ষে জয়লাভ করা সম্ভব ছিলনা, মমতা দিদি থেকে শুরু করে অভিষেক ভাই এবং তৃনমূলের সমস্ত সৈনিকদের জয়। আগামীদিনে অনেক কাজ করতে হবে, শুধু মেদিনীপুর খড়্গপুর নয় মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা জুড়েই কাজ করতে হবে।

Ktvnewsbangla.com
মেদিনীপুর লোকসভায় জয়লাভের পর সার্টিফিকেট নেওয়ার মুহুর্ত

প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভূঁইয়াকে ৮৮৯৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দীলিপ ঘোষ। এবারও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দীলিপ ঘোষের প্রতিদ্বন্দ্বিতা করার জল্পনা তৈরী হলেও শেষমেশ তাঁকে পাঠানো হয় দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে। যদিও সেখানে তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ১৩৭৯৮১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব দীলিপ গড়ে ভোট যুদ্ধে নামিয়ে ছিলেন আসানশোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভোটের প্রচার পর্বে অগ্নিশর্মার রুপে তিনি মন জয় করেছিলেন বিজেপি কর্মী সমর্থক সহ একাংশ মানুষের। কিন্তু তার প্রতিফলন যে ভোট বাক্সে প্রতিফলিত হলো না সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এবার দেখে নেওয়া যাক এক নজরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল!
মেদিনীপুর লোকসভা কেন্দ্র:

Ktvnewsbangla.com
সার্টিফিকেট হাতে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া

জুন মালিয়া (তৃণমূল প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৭০২১৯২ (ব্যবধান:২৭১৯১)

অগ্নিমিত্রা পাল (বিজেপি প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৬৭৫০০১

বিপ্লব ভট্ট (সিপিআই প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৫৭৭৮৫

অনিন্দিতা জানা (এসইউসিআই প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৯৭৯১

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular