প্রতিনিধি : কে টিভি নিউজ : ঘাটাল : ৪ জুন : অবশেষে তৃতীয় বারের জন্য নিজের সাংসদ পদ ধরে রাখলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী দেব। মঙ্গলবার ঘাটালের গণনা কেন্দ্রে সকালে গণনা শুরুর পরে প্রায় ৩/৪ রাউন্ড পর্যন্ত খুব কম সংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে শুরু করে বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী। তবে বেলা বাড়ার সাথে সাথেই ঘুরতে শুরু করে গণনার হাওয়া। পাল্লা ভারি হতে থাকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেবের। এরপর আর ফিরে তাকাতে হয়নি তৃণমূলকে। সময়ের সাথে সাথে বাড়তে শুরু করে জয়ের ব্যবধান। অবশেষে প্রায় দেড় লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয় ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব। জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি দেব তার জয়ের জন্য যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান, পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান সহ নিজের লোকসভা কেন্দ্রে যে সমস্ত কাজের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই সমস্ত কাজ তিনি করবেন বলে সাফ জানিয়েছেন। একই সাথে নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন দেব।
কেশপুরে ভোট লুট হয়েছে অভিযোগ ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জীর। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ভোট গণনা কেন্দ্র ঘাটাল কলেজ থেকে বেরিয়ে অভিযোগ করেন, কেশপুরে ভোট লুট হয়েছে এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করেন হিরণ, তথ্য দিয়ে তিনি জানান কেশপুরের একাধিক বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে এর থেকেই বোঝা যায় কিভাবে ভোট লুট হয়েছে কেশপুরে। আগামী পাঁচ বছর ঘাটালের উন্নয়নের প্রয়োজনে যদি দরকার হয় তিনি ঘাটালের মানুষের পাশে থাকবেন বলেও জানিয়েছেন হিরন চ্যাটার্জী।
এবার আসুন দেখে নেওয়া যাক ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল।
ঘাটাল লোকসভা কেন্দ্র
দীপক অধিকারী-দেব (তৃণমূল প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৮৩৭৯৯০ (ব্যবধান ১৮২৮৬৮)
হিরন্ময় চ্যাটার্জী (বিজেপি প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৬৫৫১২২
তপন গাঙ্গুলি (সিপিআই প্রার্থী)
প্রাপ্ত ভোট :- ৭৪৯০৮
ভিডিও লিংক নিচে