Saturday, December 21, 2024
HomeBJPKharagpur : শ্রমিকদের সুরক্ষা, স্থানীয়দের কাজ, দূষণরোধ সহ বিভিন্ন দাবিতে রেশমি গ্রুপ...

Kharagpur : শ্রমিকদের সুরক্ষা, স্থানীয়দের কাজ, দূষণরোধ সহ বিভিন্ন দাবিতে রেশমি গ্রুপ অফ কোম্পানির বাইরে অবস্থানে বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থকরা

supporters including BJP candidates stand outside Reshmi Group of Companies for various demands including protection of workers, jobs for local people, prevention of pollution

প্রতিনিধি : কে টিভি নিউজ : খড়্গপুর : ৩১ মে : কারখানায় কর্মরত শ্রমিকদের জীবনের সুরক্ষা, স্থানীয় মানুষদের কারখানায় কাজ দেওয়া, কর্ম ক্ষেত্রে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, পরিবেশ দূষণরোধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ পার্কিং বন্ধ সহ বিভিন্ন দাবিতে খড়্গপুরের রেশমি গ্রুপ অফ কোম্পানির বাইরে অবস্থান বিক্ষোভ বিজেপির। প্রসঙ্গত, বৃহস্পতিবার রেশমি গ্রুপের একটি কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কারখানা চত্বর। এবার সেই রেশমি গ্রুপ অফ কোম্পানির গেটের বাইরে ৬ নং জাতীয় সড়কের উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মী সমর্থকেরা। উল্টোদিকে কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা ও কর্মী সমর্থকরা। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলের বিক্ষোভের ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয় খড়্গপুরের ৬ নং জাতীয় সড়কে। রেশমি গ্রুপ কোম্পানির কাছে বিশাল পুলিশ মোতায়েন ছিল এদিন।

Ktvnewsbangla.com
রেশমি গ্রুপ অফ কোম্পানির বাইরে বিক্ষোভ

অগ্নিমিত্রা পালের অভিযোগ, এই কারখানার অধিকাংশ শ্রমিক বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, উত্তরপ্রদেশের। স্থানীয় মানুষদের এই কারখানায় কাজে রাখা হয়না। তিনি প্রশ্ন তোলেন, তার কারণ এটাই যে কোন শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে তার দেহ লোপাট করে দেওয়া খুব সহজ। স্থানীয় মানুষ হলে সেটা হবেনা, জবাব চাওয়া হবে, আন্দোলন হবে। ঠিক এই কারণের জন্য বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কাজে লাগানো হয়। পাশাপাশি অগ্নিমিত্রা পাল আরও অভিযোগ করেন, এই কারখানায় কর্মরত শ্রমিকদের কোন সুরক্ষা দেওয়া হয়না। শ্রমিক আইন মানা হয়না। পাশাপাশি এই কারখানার জন্য খড়্গপুর মেদিনীপুর দুই শহরের পরিবেশ দূষণ হয় ব্যাপক হারে। দূষনের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, অথচ পরিবেশ দূষণ রোধে কারখানা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এসব চলবে না। বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় কারখানা কর্তৃপক্ষকে। প্রায় দেড় ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর আন্দোলন প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মী সমর্থকরা।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular