প্রতিনিধি : কে টিভি নিউজ: মেদিনীপুর :
শিশুদের দিনের পর দিন অতি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখালো অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের বীরসিংহপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিনের পর দিন পড়ুয়াদের অতি নিম্নমানের খাবার দেওয়া হয়। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের সংখ্যা প্রায় ৫০ থেকে ৬০ জন, অভিযোগ ২০০ গ্রাম ডাল দিয়ে ডাল রান্না করা হয় সেই ডাল খাওয়ানো হয় বাচ্চাদের। এছাড়াও দু-তিন দিনের বাসি সবজি রান্না করে খাওয়ানো হয় বাচ্চাদের। বিভিন্ন দিনে যে অতিরিক্ত ডিম থেকে যায় তা ফ্রিজে রাখা হয় এবং সেই ডিম বাচ্চাদের দেওয়া হয়। বারবার কেন্দ্রের শিক্ষিকাকে এবিষয়ে জানিয়েও কোন লাভ হয়নি। তাই এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাই।
যদিও অভিভাবকদের অভিযোগ মানতে নারাজ কেন্দ্রের শিক্ষিকা। তিনি বলেন সরকারি নিয়ম মেনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করা হয় এবং সেই খাবার দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। তিনি অভিভাবকদের অভিযোগ শোনেন, এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।।
Midnapur : নিম্নমানের খাবারের অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও অভিভাবকদের!
Parents surrounded the Anganwadi center by alleging low quality food
RELATED ARTICLES
