Monday, December 23, 2024
HomePaschim Medinipurঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতার লড়াই, দেবের বিরুদ্ধে ভরসা বিজেপির হিরন

ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতার লড়াই, দেবের বিরুদ্ধে ভরসা বিজেপির হিরন

Two Actors Fight In Ghatal Lok Sabha Constituency, BJP's Hope hiran Against Dev

প্রতিনিধি, ঘাটাল: কে টিভি নিউজ:২ মার্চ: অবশেষে হিরন চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রাখলো দল এবং লোকসভা ভোটে ঘাটালের হয়ে নাম ঘোষণা করলেন এই অভিনেতার। প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই ২০২৪ এর লোকসভা ভোট। ইতিমধ্যেই মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবে তা নিয়েই জল্পনা ছিল রাজনৈতিক মহলে। অনেকেই মনে করেছিলেন ঘাটালে দেব (দীপক অধিকারীর) বিরুদ্ধে দাপুটে প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষকেই পুনরায় দাঁড় করাবে বিজেপি। আবার ঘাটালে বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠেছিল দিলীপ ঘোষেরও। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি তাদের প্রথম তালিকায় ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নামই ঘোষনা করল। শনিবার সন্ধ্যা নাগাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গে ২০ টি লোকসভা কেন্দ্রের মোট ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।যার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম রয়েছে হিরন চট্টোপাধ্যায়ের। তবে সেই তালিকায় নেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের উল্লেখ।আর তাতেই কিছুটা হলেও উল্লাসিত ঘাটাল এলাকার বিজেপি কর্মীরা। যদিও দুবারের জয়ী সাংসদ হিসেবে এখানে রয়েছেন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। গতবারে প্রায় ৭ লক্ষ ভোট পেয়ে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করে প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ ভোট পেয়েছিলেন প্রায় ৬ লাখের মতো। যদিও ঘাটালের সাতটা বিধানসভার মধ্যে মূল লড়াইটা হয়েছিল লালদুর্গ হিসেবে পরিচিত কেশপুরে নিয়ে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে সারাদিন ধরে সংবাদ শিরোনামে ছিল ভারতী ঘোষের নাম। সকালবেলায় নখ উপড়ানোর ঘটনা থেকে শুরু করে সন্ধ্যেবেলায় গুলি চলার ঘটনা শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও তারপরেই ভারতী ঘোষকে বড় পদ দিয়ে সরিয়ে দেয় বিজেপি। এবারে তাই সেই দুবারের জেতা সাংসদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে হিরন চট্টোপাধ্যায়। হিরন চট্টোপাধ্যায় ইতিমধ্যে খড়গপুর বিধানসভার বিধায়ক এবং খড়গপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জেতা বিজেপি প্রার্থী। তাই ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতার ভোটের লড়াইয়ে জয় কার হবে, সেদিকেই তাকিয়ে থাকবে পশ্চিম মেদিনীপুর জেলাবাসী।

RELATED ARTICLES

Most Popular