Monday, December 23, 2024
HomePaschim Medinipurমেদিনীপুর শহরে পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধার হাত থেকে গহনা খুলে চম্পট তিন...

মেদিনীপুর শহরে পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধার হাত থেকে গহনা খুলে চম্পট তিন দুষ্কৃতীর

In Medinipur city, three miscreants snatched jewelery from the hands of an old woman, posing as police

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ২ মার্চ: পুলিশের নাম করে শহর মেদিনীপুরে ‘অভিনব ছিনতাই’! দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না খোয়ালেন বৃদ্ধা। ভরদুপুরে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল শহর মেদিনীপুরে! শনিবার দুপুর ১টা নাগাদ মেদিনীপুর শহরের কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় এক বৃদ্ধা-কে ‘পুলিশ’ পরিচয় দিয়ে প্রায়ই লক্ষাধিক টাকার গয়না ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা! মেদিনীপুর শহরের হাতারমাঠ এলাকার বাসিন্দা নমিতা বেরা নামে ষাটোর্ধ্ব ওই বিধবা মহিলার কাছ থেকে ১টি বালা, ১ টি নোয়া এবং ১টি আংটি সহ প্রায় ১৯ গ্রাম ওজনের গহনা নিয়ে তিন দুষ্কৃতী চম্পট দেয় এলাকা থেকে। এরপরই ওই মহিলা কোতোয়ালি থানার দ্বারস্থ হলে, দ্রুত পুলিশ কর্তারা এসে তদন্ত শুরু করেন।

Ktvnewsbangla.com
এই স্থানে বৃদ্ধার হাত থেকে গহনা খুলে চম্পট দেয় দুষ্কৃতিরা

বৃদ্ধা নমিতা বেরা জানান, তিনি ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে ফিরছিলেন তাঁর বাড়ি হাতারমাঠের দিকে। কর্মচারী ভবনের কাছাকাছি পৌঁছতেই ঠিক উল্টোদিকে বৃদ্ধার জন্য ‘অপেক্ষা করে থাকা’ তিন দুষ্কৃতীর মধ্যে একজন গিয়ে বৃদ্ধাকে উল্টোদিকের গলিতে ‘পুলিশ’ পরিচয় দিয়ে ডেকে আনেন। তারপর তাঁকে বলেন, “আমরা পুলিশের লোক। এত গয়না পরে যাচ্ছেন কেন? শহরে প্রচুর ছিনতাই হচ্ছে, গয়নাগুলো খুলুন, আমরা কাগজে মুড়ে দিচ্ছি।”

Ktvnewsbangla.com
বৃদ্ধার হাত থেকে গহনা খুলে নেয় তিন দুষ্কৃতি

সহজ-সরল ওই বৃদ্ধা নিজের সোনার গয়নাগুলো খুলে তাদের হাতে দিলে, যথারীতি আগে থেকে প্যাকেট করে রাখা কিছু নকল গয়না বৃদ্ধার হাতে দিয়ে দেন ওই দুষ্কৃতীরা। চোখের নিমেষে এই ঘটনা ঘটায়, বৃদ্ধা কিছু বুঝতে পারেননি। তবে, বাড়ি গিয়েই তাঁর চক্ষু চড়ক গাছ হয়! প্যাকেট খুলে দেখেন সবই নকল গয়না! এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন বলে জানিয়েছেন বৃদ্ধা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে।

RELATED ARTICLES

Most Popular