Thursday, December 19, 2024
HomePaschim Medinipurআদিবাসী গ্রামীণে স্বচ্ছ ভারত অভিযান-গ্রামীণের প্রভাব মূল্যায়ন শীর্ষক কর্মশালা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

আদিবাসী গ্রামীণে স্বচ্ছ ভারত অভিযান-গ্রামীণের প্রভাব মূল্যায়ন শীর্ষক কর্মশালা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

Workshop on Swachh Bharat Abhiyan-Rural Impact Assessment in Tribal Rural Areas of Assam and West Bengal at Vidyasagar University

প্রতিনিধি,মেদিনীপুর: কে টিভি নিউজ: ২৯ফেব্রুয়ারী: বৃহস্পতিবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের তত্ত্বাবধানে “The ICSSR Sponsored Workshop Under Short-Term Empirical Research Projects 2023-2024” অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এই প্রজেক্টের টাইটেল ছিল “Impact evaluation of Swachh Bharat Abhiyan-Grameen in tribal rural of Assam and West Bengal” এই প্রজেক্টের কো-অর্ডিনেটর ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শ্রাবন্তী মাইতি। কো-প্রজেক্ট ডিরেক্টর ছিলেন কমার্স বিভাগের অধ্যাপক ড. তারক নাথ সাহু, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক অনিল ভুইমালি এবং অসম বিশ্ববিদ্যালয় শিলচরের অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক নিরঞ্জন রায়। বৃহস্পতিবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার সহ অর্থনীতি বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের অধ্যাপক ড. তারক নাথ সাহু এবং Google meet এর মাধ্যমে অনলাইনে উপস্থিত ছিলেন অধ্যাপক বি. জুৎসী (B Zutshi)। যিনি এই প্রজেক্টের সুপারভাইজার ছিলেন। এই প্রজেক্টের ফিল্ড ইনভেস্টিগেটর ছিলেন সুদর্শন গায়েন, প্রাঞ্জিত কুমার পাল, বুদ্ধদেব মাইতি, উৎসব বিশ্বাস, প্রিয়তমা সিংহ, বিরফুংসা বোরো, বিরখাং বাসুমাতারি, অমৃত বাসুমাতারি এবং রিসার্চ এসিস্ট্যান্ট ছিলেন পারমিতা বাকলি।
স্বচ্ছ ভারত অভিযান গ্রামীণের মাধ্যমে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে এখনও অনেক গ্রামবাংলায় এর পরিকাঠামোর পরিবর্তনের প্রয়োজন আছে, এখনও অনেক গ্রামের মানুষ এই বিষয় সম্পর্কে অবগত নয়। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রকল্পের টাকার সঠিক ব্যবহার হচ্ছে না, যেখানে টাকা ব্যবহার হচ্ছে সেখানে পায়খানা নির্মাণ হচ্ছে তার মান খারাপ থাকার কারণে দুবছরে কাঠামো ভেঙে পড়ছে। এই পরিকল্পনার কিছু ভালো দিকের কথা মাথায় রেখে Swachh Bharat Abhiyan 3.0 আসতে পারে বলে মনে করা হয়।

RELATED ARTICLES

Most Popular