প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ:২৯ ফেব্রুয়ারী: বন্যপ্রাণী হত্যা না করে জঙ্গলমহলে শিকার উৎসব কিভাবে পালন করা সম্ভব, তা নিয়ে বৈঠক হিউম্যান কমিটির। প্রতি বছরই এই মরশুমে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ গোটা রাজ্য এমনকি দেশজুড়ে শিকার উৎসব পালন করে থাকে জঙ্গলমহল সহ জঙ্গল অধ্যুষিত এলাকার ট্রাইবাল কমিউনিটির মানুষেরা। এইসময় মুলত উপজাতি সমাজের মানুষেরা তাদের সমাজের প্রথা হিসেবে জঙ্গলে গিয়ে শিকার করে থাকে বিভিন্ন বন্যপ্রাণীদের।
যার ফলে প্রভাব পড়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়। তাই যাতে জঙ্গলের বন্যপ্রাণী (Wildlife Animal) কে রক্ষা করে উপজাতি মানুষেরা তাদের শিকার উৎসব পালন করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভাকক্ষে এদিনের এই আলোচনা সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়, যে কিভাবে বন্যপ্রাণী হত্যা না করে শিকার উৎসব পালন করা সম্ভব হবে।
কমিটির আহ্বায়ক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি দিব্যেন্দু নাথ জানান, মহামান্য কোলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা আদালতের প্রধান বিচারপতি, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বন দপ্তরের তিনটি ডিভিশনের বনাধিকারিক (DFO), বিধায়ক, RPF আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির নাম “হিউম্যান কমিটি”।
এই কমিটি বুধবার একটি বৈঠকের আয়োজন করে। কারন আর কিছুদিনের মধ্যেই উপজাতি সমাজের মানুষদের শিকার উৎসব শুরু হয়ে যাবে। তাই তার আগেই এই বৈঠক অত্যন্ত জরুরি। এই বৈঠকে বেশকিছু উপজাতি সংগঠনের মানুষেরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বন্যপ্রাণী রক্ষা করে শিকার উৎসব পালন করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে শিকার উৎসব পালন হলেও সকলের মিলিত প্রচেষ্টায় বন্যপ্রাণী হত্যা বন্ধ করা সম্ভব হবে।