প্রতিনিধি, কেশপুর: কে টিভি নিউজ:২ মার্চ: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেলে কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বা টহল। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের অন্তর্গত ১৫ নম্বর অঞ্চলের ঘোষডিহা, ছোটোপসা, পাহাড়চক এবং ১৪ নং অঞ্চলের ঝেতলা, মন্তা ও মাজুরিয়া এলাকায় শনিবার বিকেল থেকেই কেন্দ্রবাহিনীর টহল লক্ষ্য করা গেল। পাশাপাশি মন্তাতে গ্রামবাসীদের সঙ্গেও কথা বললেন তারা।
কেন্দ্র বাহিনীর আধিকারিক এস.আর মাহাত জানান, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমাদেরকে পাঠানো হয়েছে শান্তিপূর্ন ভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন করার জন্য। ভোটের আগে মানুষকে আশ্বস্ত করতে যাতে তারা ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মানুষ এবারের লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে অবাধ ও শান্তিপূর্ন ভোট দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পরবর্তীতে যেই মত নির্দেশ আসবে সেই মতো কেন্দ্রীয় বাহিনীর কাজ শুরু হবে বলেও জানান তিনি।