প্রতিনিধি,খড়্গপুর: কে টিভি নিউজ: ৭ মার্চ: রাস্তা তৈরীতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে খড়গপুর পৌরসভার ঠিকাদার হিমাংশু পাল। এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন খড়গপুর পৌরসভার তৃণমূলের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল রায়। পাল্টা শ্যামল রায়ের বিরুদ্ধে একলক্ষ টাকা চাওয়ার অভিযোগ তুললেন ঠিকাদার হিমাংশু পাল। টাকা না দেওয়ায় স্থানীয়দের দিয়ে কাজ বন্ধ করানোর অভিযোগ উঠল ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যামল রায়ের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম খড়গপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড।
জানা গেছে, খড়গপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কমলা কেবিন থেকে প্রায় ১২০০ মিটার লম্বা রাস্তা বানানোর খড়গপুর পুরসভা থেকে কন্ট্রাক্ট দেওয়া হয় হিমাংশু পালকে। এই কাজটির জন্য খড়গপুর পুরসভা ৮ লাখ টাকা বরাদ্দ করেছে। কয়েকদিন ধরে এই কাজ চলছিল কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে খড়গপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড তৃণমূল সভাপতি শ্যামল রায় ও স্থানীয়রা কয়েকজন মিলে এই কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেন, এমনকি কাজ বন্ধও করে দেওয়া হয়। বারবার ঠিকাদার প্রাক্তন কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টকে কাজ করতে দেওয়ার কথা বললে তাকে এই কাজ বাবদ শ্যামল রায় এক লাখ টাকা চান বলে অভিযোগ করেন ওই ঠিকাদার হিমাংশু পাল।
যদিও খড়গপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলের শ্যামল রায়ের অভিযোগ, নিম্নমানের সামগ্রি ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে যখন তার কাজ আটকে দেওয়া হয় তখন সে এক লাখ টাকার মিথ্যে গল্প ফাঁদছেন আমার নামে, যা আমি খড়গপুর টাউন থানায় জানিয়েছি। বিষয়টি চেয়ারম্যানকে জানাতে পারিনি, তবে আজ চেয়ারম্যানকে জানাবেন বলেও জানিয়েছেন তৃণমূল ওয়ার্ড সভাপতি শ্যামল রায়।
অন্যদিকে এবিষয়ে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ জানিয়েছেন, অভিযোগ পেয়েই আমি দুই ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে পাঠিয়েছি, তারা কাজের মান দেখে স্যাটিসফাই হয়েছে এবং ঠিক কাজ হচ্ছে বলেই চেয়ারম্যানকে রিপোর্টও দেয়। এরপর ওই কন্টাকটারের অভিযোগ পেয়েই দলের জেলা সভাপতি সুজয় হাজরাকে ওই ওয়ার্ডের সভাপতির টাকা চাওয়া এবং কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে অভিযোগও জানানো হয়েছে।