Monday, December 23, 2024
HomePaschim Medinipurবন্ধুর ধার দেওয়া টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের গল্প পুলিশের কাছে! গ্রেফতার সবং...

বন্ধুর ধার দেওয়া টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের গল্প পুলিশের কাছে! গ্রেফতার সবং এর যুবক

Another friend's create fake story of robbery to embezzle the money rent by a friend, the youth of Sabong was finally arreste

প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কে টিভি নিউজ: ৭ মার্চ: এ যেন চিত্রনাট্যের গল্পকেও হার মানাবে। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে, তা আত্মসাৎ করতে ‘ছিনতাইয়ের গল্প’ সাজিয়ে অভিযোগ করতে ছুটলেন থানায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। সবং পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ওই ব্যাক্তি বুধবার তেমাথানির বন্ধন ব্যাংকের শাখা থেকে ৪ লক্ষ ৯০ হাজার তুলে বাড়ি ফিরেন। তারপর বাড়িতে সেই টাকা রেখে সবং বাজার এলাকায় একটি জায়গায় এসে নিজের চোখে নিজেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের গল্প তৈরী করে এবং তা সত্যি প্রমাণ করতে থানায় অভিযোগ করতে উপস্থিত হোন ওই ব্যাক্তি।

Ktvnewsbangla.com
ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা

থানায় গিয়ে ওই ব্যক্তি অভিযোগ করেন তেমাথানির বন্ধন ব্যাংকের শাখা থেকে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে ফেরার সময় সবং বাজার এলাকায় দুই দুষ্কৃতি তার পথ আটকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। অভিযোগ পাওয়ার পরেই সবং থানার পুলিশ তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে। তারপরেই পুলিশি তদন্তে ওঠে আসে চিত্রনাট্যকেও হার মানাবার মতো এই আসল রহস্য। প্রায় ঘন্টা পাঁচেকের মধ্যেই সবং থানার পুলিশ আসল সত্য উদঘাটন করে। পুলিশ জানিয়েছে ওই ব্যাক্তি নিজের টাকা নিজেই চুরি করে ফন্দি এটেছিল। জিজ্ঞাসাবাদ করার পরেই বুধবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

RELATED ARTICLES

Most Popular