Thursday, December 19, 2024
HomeBJPসুন্দর মুখ দেখে আর কেউ ভোট দেবেনা, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপ ঘোষের

সুন্দর মুখ দেখে আর কেউ ভোট দেবেনা, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপ ঘোষের

No one will vote after seeing a beautiful face, Dilip Ghosh attack June Mallia

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ:১১ মার্চ: “জুন মালিয়াকে আমার শুভেচ্ছা। তবে, মেদিনীপুরের মানুষ আর সুন্দর মুখ দেখে ভোট দেবে বলে মনে হয় না। কারণ তাঁদের অভিজ্ঞতা ভালো নয়। আমরা কাঁসাই নদীর উপর দ্বিতীয় ব্রিজ (বীরেন্দ্র সেতু বা মোহনপুর ব্রিজের সমান্তরাল সেতু) গড়তে চলেছি। সিক্স লেন, ফোর লেন হাইওয়ে হয়েছে। বেলদায় রানওয়ে হয়েছে। কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিকেও আমরা জাতীয় বন্দর হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। খড়্গপুরে একাধিক উড়ালপুল, রেলওয়ে ফুট ওভারব্রিজ সহ নানা কাজ হয়েছে। পুরো শহরকেই আমূল বদলে ফেলার প্রক্রিয়াও আমরা শুরু করেছি। আমার মনে হয় মানুষ এইসব দেখেই ভোট দেবে!” রবিবার মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে জুন মালিয়ার নাম ঘোষণা হওয়ার পরই, সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এই প্রতিক্রিয়াই দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যদিও, এখনও তিনি ‘নিশ্চিত’ নন, মেদিনীপুর লোকসভা আসনে এবারও তাঁর উপরেই দল (বিজেপি) ভরসা রাখছে কিনা! বিভিন্ন মহল থেকে মেদিনীপুর লোকসভা আসনে প্রাক্তন IPS ভারতী ঘোষের নাম বিজেপি প্রার্থী হিসেবে ভাসিয়ে দেওয়া হয়েছে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ-কে নাকি এবার দমদম লোকসভা আসনের প্রার্থী করা হবে বলেও দাবি ওই সমস্ত রাজনৈতিক মহলের। যদিও, মেদিনীপুর আসনেই ‘অনড়’ দিলীপ। চেনা তালুকে জুন-কে কঠিন লড়াই দিতে প্রস্তুত তিনি। ক্যামেরার সামনে যদিও দিলীপ জানাচ্ছেন, “জানিনা দল কাকে প্রার্থী করবে। তবে, গত ৫ বছরে যেভাবে এখানে কাজ হয়েছে, মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি-ই জিতবে।”

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular