Saturday, January 17, 2026
HomeAfrin jabiMidnapur : ইংলিশ চ্যানেল জয় করে ঘরে ফিরলেন মেদিনীপুরের সোনার মেয়ে আফরিন...

Midnapur : ইংলিশ চ্যানেল জয় করে ঘরে ফিরলেন মেদিনীপুরের সোনার মেয়ে আফরিন জাবি

Afrin Jabi, daughter of Medinipur, returned home after winning the English Channel

প্রতিনিধি: মেদিনীপুর: কে টিভি নিউজ বাংলা:
বুধবার মেদিনীপুরের মাটিতে পা দিলেন ইংলিশ চ্যানেল জয়ী মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। আর মেদিনীপুরে পা দেওয়া মাত্রই আবেগে আনন্দে গা ভাসালেন মেদিনীপুর শহরবাসী। ইংলিশ চ্যানেল জয় করার পর দেশে ফিরে দিল্লিতে আত্মীয় বাড়িতে ছিলেন আফরিন। আজ সকালে খড়্গপুরে ফিরে কিছুক্ষন বিশ্রাম নেওয়ার পর বিকেল নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন আফরিন। তবে আফরিনের মেদিনীপুরে আসার আগেই তাঁর জয় নিয়ে মেতে ওঠার আয়োজন করেছিল মেদিনীপুর সুইমিং ক্লাব। এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে।

Ktvnewsbangla.com

যেহেতু আফরিন সুইমিং ক্লাবের ছাত্রী তাই তার এই সাফল্যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে। তার আগে আফরিন জাবি শোভাযাত্রায় পা মেলান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষ সহ উৎসুক মেদিনীপুর শহরবাসী। পরে ক্লাবে আফরিনকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মেদিনীপুরে পৌঁছে আফরিন জানায় ইংলিশ চ্যানের জয়ের বিষয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত, গত ৩০ শে জুলাই ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ৩৪ কিঃমিঃ সমুদ্রপথ অতিক্রম করে ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুর শহরের দেওয়ান নগরের বাসিন্দা সুইমিং ক্লাবের সাঁতারু বঙ্গ তনয়া আফরিন জাবি।

RELATED ARTICLES

Most Popular