Thursday, January 15, 2026
HomeChief ministerJhargram : বাংলা ভাষার সম্মান রক্ষায় ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদযাত্রা, জনস্রোতে ভেসে...

Jhargram : বাংলা ভাষার সম্মান রক্ষায় ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদযাত্রা, জনস্রোতে ভেসে গেল শহর

In honor of the Bangla language, the Chief Minister's historic rally in Jhargram,

প্রতিনিধি: কে টিভি নিউজ: ঝাড়গ্রাম: বাংলা ভাষা ও বাঙালির অপমানের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক পদযাত্রা। বুধবার অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের বুকে অনুষ্ঠিত এই পদযাত্রা পরিণত হয় এক বিশাল জন জোয়ারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারদাপীঠ মোড় থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ জুড়ে ছিল মানুষের ঢল। মুখ্যমন্ত্রীর এক হাতে ছিল আদিবাসী আইকন বিরসা মুন্ডার ছবি, অন্য হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি— প্রতীকী বার্তায় পরিপূর্ণ ছিল তাঁর এই পদযাত্রা। পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলার মনীষীদের ছবি, যা এই প্রতিবাদকে এক সাংস্কৃতিক ও ভাবনামূলক উচ্চতায় পৌঁছে দেয়। এই বিশাল পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, ডাক্তার মানস ভূঁইয়া, বীরবাহা হাঁসদা, শ্রীকান্ত মাহাতো, সাংসদ কালিপদ সরেন, প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, অজিত মাইতি, সুজয় হাজরা, ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও পদযাত্রায় অংশ নেন ঝাড়গ্রাম সারদাপীঠ কন্যা গুরুকুলের সন্ন্যাসিনী, রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ। পদযাত্রার সময় শহরের রাস্তাগুলোর দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তাঁর প্রতি সমর্থন জানান— গড়ে ওঠে এক সরাসরি জনসংযোগের দৃশ্য। এই বিপুল জনসমাগম ও মানুষের উচ্ছ্বাস দেখে খুশি মুখ্যমন্ত্রী নিজেই জানান, “এত বড় পদযাত্রা ঝাড়গ্রাম শহর আগে কখনও দেখেনি।” জয় বাংলা স্লোগানে মুখরিত ঝাড়গ্রাম শহর যেন বুধবার পরিণত হয় এক প্রাণবন্ত ভাষা-আন্দোলনের কেন্দ্রস্থলে। ইতিহাসের পাতায় জায়গা করে নিল এই পদযাত্রা— যা শুধু প্রতিবাদ নয়, হয়ে উঠল বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালিয়ানার এক গর্বিত উচ্চারণ।

RELATED ARTICLES

Most Popular