প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ:২৭ এপ্রিল:
জেলা জুড়ে তীব্র দাবদাহ বেড়েই চলছে আর সেই দাবদাহে পুড়ছে জনজীবন।ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আগামী ২৮ ও ২৯ সে এপ্রিল তীব্র তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে। এরই সঙ্গে সতর্ক ও সচেতন করা হয়েছে জনসাধারনকে। যাতে তারা এই তীব্র দাবদাহে প্রয়োজনীয় কাজ ছাড়া না বেরোয়।অন্যদিকে এই তীব্র দাবদাহে একটু হাঁটতে গিয়ে জল কষ্টে ভুগছে, টোটো, অটো, ট্রাক, বাস সহ রিকশা চালকেরা। গরমে হাঁপিয়ে উঠছে পথ চলতি মানুষসহ ছাত্র-ছাত্রীরা। এবার তাদের পাশে দাঁড়ালো মেদিনীপুরের সাংবাদিকরা। শুধু সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার কাজ নয় সমাজে বিভিন্ন সামাজিক কাজেও তারা এগিয়ে আসে। তাই শনিবার মেদিনীপুর কলেজ সংলগ্ন পঞ্চুর চকের সাংবাদিকরা একটি জলছত্রের আয়োজন করেছিল। রীতিমতো টেবিল পেতে সেই জলছত্র থেকে শরবত বিতরণ করা হলো পথ চলতি মানুষজনদের।
রাস্তায় যাতায়াতকারী টোটো, অটো, ট্রাক, বাস সহ পথ চলতি মানুষদেরকে এই সুস্বাদু পানীয় তুলে দেওয়া হয়। শুধু এক গ্লাস খেয়েই নয় অনেকে তিন চার গ্লাস খেয়ে তৃষ্ণা নিবারণ করেন। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অভিষেক চক্রবর্তী, শোভন দাস, চম্পক দত্ত, সেখ ওয়ারেস, সুনীল দাস, সেখ ওবায়দুল সহ আরো অনেকে।এদিন কয়েক ঘণ্টায় প্রায় হাজারেরও বেশী মানুষদের ঠান্ডা শরবত তুলে দেওয়া হয়। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানান, এবিষয়ে উদ্যোক্তারা বলেন মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। এই গরমে মানুষ যাতে তৃষ্ণা নিবারনের জন্য জলাভাব না বোধ করেন সেদিকে সকলের উচিত খেয়াল রাখা।