Monday, December 23, 2024
HomeGhatalমানুষ খেকো বাঘের নাম শুনেছেন, কিন্তু চাকরি খেকো মানুষের নাম শুনেছেন কি...

মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, কিন্তু চাকরি খেকো মানুষের নাম শুনেছেন কি ? গড়বেতায় কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

You have heard the name of the man-eating tiger, but have you heard the name of the man who eats the job? Mamata Banerjee's comments in Garhbeta

প্রতিনিধি: গড়বেতা: কে টিভি নিউজ: ২৬ এপ্রিল:
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা গড়বেতায়। শুক্রবার বিকেলে ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন এর সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান সকলে। মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এত গরমের মধ্যে মা বোনেরা জনসভায় উপস্থিত হয়েছেন, তার জন্য সকলকে আমি প্রণাম, সালাম ও নমস্কার জানাই। একদিন এই জঙ্গলমহলে খুন সন্ত্রাস ছিল, আজ মানুষ শান্তিতে রয়েছে।

Ktvnewsbangla.com
ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনকে ভোট দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্টেডিয়াম তৈরি হয়েছে। ১০০ দিনের কাজের টাকা বিজেপি বন্ধ করে দিলেও আমরা তিন বছরের টাকা দিয়েছি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে ঘোষণা করেন। লালগড়ে নার্সিং স্কুল করেছি, কলেজ বানিয়ে দিয়েছি। বিজেপি, সিপিএম ও কংগ্রেস জঙ্গলে মহলে এক হয়ে গিয়ে, তৃণমূল কংগ্রেসের পেছনে লাগছে সারাক্ষণ। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, কিন্তু চাকরি খেকো মানুষের নাম শুনেছেন কি ? গড়বেতার সভামঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় সাহস হয় কি করে, সভামঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Ktvnewsbangla.com
গড়বেতার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

কখনও কখনও মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে বসে বসে মোজা দেখছেন। স্বাধীনতার সময় বিজেপির জন্মই হয়নি, আর তারা এখন শেখাবে কোনটা ধর্ম, কি করতে হবে! জঙ্গলমহলের মানুষ রাজ্য সরকারের প্রকল্প গুলির পাশাপাশি, ফরেস্টের পাট্টা জমি পাচ্ছেন বলেও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে বলেন, আপনারা আসল হিন্দু ধর্মকে ভুলিয়ে দিয়েছেন। গড়বেতা, বেলপাহাড়ি, নয়াগ্রামে যখন রক্ত ঝরছিল তখন কোথায় ছিলেন! তখন কি এসেছিলেন একবারও দেখতে! বিজেপিকে আক্রমন মমতার। জঙ্গলমহলের মানুষের আবেগকে উস্কে দিয়ে মমতা ব্যানার্জী বলেন, আপনারা কি এনআরসি চান ? কেউ কেউ আবার বলছেন আমি নাকি হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছি, একবার এসে চড়ে দেখুন না, ভেতরটা কেমন গরম।

Ktvnewsbangla.com
পিংলার সভামঞ্চ থেকে দেবকে (দীপক অধিকারী) ভোট দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তো, এইবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেও মানুষের কাছে আবেদন রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ২৬ হাজার মানুষ কি খাবেন, এদেরকে আবার টাকা ফেরত দিতে বলা হয়েছে। এদের পাশে আমি রয়েছি। খেতে দেওয়ার নামনেই, কিল মারার গোসাই। কাউকে আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে চাকরি খেয়ে নেওয়াটা কি খুব বীরত্বের কাজ হলো। জঙ্গলমহলের মা বোনদের সঙ্গে নিয়ে আবার খেলা হবে স্লোগান মমতার গলায়। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ১৫ লক্ষ টাকা মানুষের একাউন্টে আসবে বলেছিল মোদি সরকার, কেন তা এখনো আসেনি বিজেপি তুমি জবাব দাও। মঞ্চে আদিবাসী মহিলাদের সঙ্গে নিয়ে নৃত্য করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। দেশটাকে রক্ষা করতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে! জঙ্গলমহলে এসে আবারো আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Ktvnewsbangla.com
গড়বেতার সভায় আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে তাল মেলালেন মুখ্যমন্ত্রী

গড়বেতার পাশাপাশি এদিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতেও ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও ঘাটালের মানুষকে দীপক অধিকারীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান মমতা। ঘাটালের মানুষকে বলেন ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেস করবে, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

Most Popular