Saturday, December 21, 2024
HomeBJPভোটের দিনে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে অগ্নি, খোস মেজাজে আইসক্রিম খেলেন জুন,...

ভোটের দিনে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে অগ্নি, খোস মেজাজে আইসক্রিম খেলেন জুন, অভিযোগ পাল্টা অভিযোগে শেষ হল নির্বাচন

BJP Candidate In the face of protests in poll day, ice-cream enjoyed June, Vote End of Complaint counter-complaint

প্রতিনিধি: মেদিনীপুর : কে টিভি নিউজ : ২৫ মে: বিক্ষোভ, গাড়ি আটকানো, রক্তঝরার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠদফার মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন। শনিবার সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট গ্রহন। সকালে সর্বত্র শান্তিপূর্ণ ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় বিভিন্ন বুথে অশান্তির ঘটনা। মেদিনীপুর শহরের কলেজিয়েট বয়েজ স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দ্বারা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তার আগে সকাল থেকে বেরিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন জুন মালিয়া। এরপর একে একে বিভিন্ন বুথে ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী। মেদিনীপুরের কেডি কলেজের বুথে বিজেপি ও সিপিআই প্রার্থীর বোতামে কালির দাগ থাকার অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। মেদিনীপুর শহরের ৪ নং ওয়ার্ডে একটি বুথে জুন মালিয়াকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

একই রকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের অভিযোগ পেয়ে ছুটে যান মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর লোকসভার খড়্গপুর গ্রামীনের কিসমত আঙ্গুয়া গ্রামে বিজেপি প্রার্থী ভোট কেন্দ্রে কনভয় নিয়ে পরিদর্শনে গেলে পুলিশ কনভয় আটকে দেয়। পরে তৃণমূল কর্মী সমর্থকরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ অগ্নিমিত্রা পালের। তৃনমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি প্রার্থী। কেশিয়াড়ীর চাকলা এলাকায় ৬১ নং বুথে কোলকাতা পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। অপরদিকে অগ্নিমিত্রাকে দেখে চোর শ্লোগান এবং গো ব্যাক শ্লোগান দিতে শোনা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। সব মিলিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বড় ধরণের কোন অশান্তির ঘটনা না ঘটলেও অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হয় ভোট গ্রহন পর্ব।

এবার দেখে নেওয়া যাক মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের বিস্তারিত কিছু তথ্য।

মেদিনীপুর লোকসভা কেন্দ্র!
মোট ভোটার – ১৮ লক্ষ ১১ হাজার ২৪৩ জন
পুরুষ – ৯ লক্ষ ৮ হাজার ৩০৩ জন।
মহিলা – ৯ লক্ষ ২ হাজার ৯১১ জন।
তৃতীয় লিঙ্গ – ২৯ জন।
মোট ভোট গ্রহন কেন্দ্র – ১৯৪৫ টি।
মোট প্রার্থী – ৯ জন।
মোট কেন্দ্রীয় বাহিনী – ২১৮ কোম্পানী।
বিকেল ৫ টা পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular