Tuesday, December 17, 2024
HomeBJPবিজেপি কর্মীদের পুলিশী হয়রানীর প্রতিবাদে ১৪৪ ধারা থাকায় একাই জেলাশাসক কার্যালয়ের সামনে...

বিজেপি কর্মীদের পুলিশী হয়রানীর প্রতিবাদে ১৪৪ ধারা থাকায় একাই জেলাশাসক কার্যালয়ের সামনে অবস্থানে অগ্নিমিত্রা পাল

Agnimitra Pal Seated alone in front of the District Magistrate's office due to Section 144 in protest of police harassment of BJP workers

প্রতিনিধি : মেদিনীপুর : কে টিভি নিউজ : ২৪ শে মে: ১৪৪ ধারা জারি থাকায় একাই জেলাশাসক দপ্তরের বাইরে রাস্তায় অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশী সন্ত্রাস ও বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের অফিসের সামনে রাস্তায় অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, ২৫ শে মে পশ্চিম মেদিনীপুর জেলার ২ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন, তাই গতকাল ২৩ শে মে সন্ধ্যে ৬ টা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারি থাকায় একসঙ্গে পাঁচজনের বেশী জমায়েত করা যাবেনা, তাই কোনো কর্মী সমর্থক ছাড়া অগ্নিমিত্রা পাল একাই বিজেপির পতাকা এবং দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসেন এদিন সন্ধ্যে প্রায় ৭ টা থেকে। তার অভিযোগ, নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে, বিজেপি নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেপ্তার করছে পুলিশ। আর তাই যতক্ষণ না এবিষয়ে তিনি জেলাশাসক বা পুলিশ সুপারের কাছ থেকে সদুত্তর পান, তিনি এভাবেই অবস্থানে বসবেন বলে জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Ktvnewsbangla.com
পশ্চিম মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ের সামনে অবস্থানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

এরপর নির্বাচন কমিশনের আশ্বাসে রাত্রি প্রায় সাড়ে ৮ নাগাদ অবস্থান প্রত্যাহার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেপ্তার, ভয় দেখানোর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যে ৭ টা থেকে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থানে বসেন অগ্নিমিত্রা পাল। ১৪৪ ধারা জারি থাকায় কোনো কর্মী সমর্থক ছাড়া একাই প্ল্যাকার্ড হাতে অবস্থানে বসেন অগ্নিমিত্রা। দীর্ঘ দেড় ঘন্টা অবস্থানে বসার পর সোশ্যাল মিডিয়ায় দেখে অগ্নিমিত্রা পালকে ফোন করে নির্বাচন কমিশনের আধিকারিকরা ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে রাত্রি সাড়ে আট টা নাগাদ অবস্থান প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী। তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আজ তিনি শুধুমাত্র ট্রেলার দেখালেন, আগামী ৪ ঠা জুন নির্বাচনে জয়লাভের পর পুরো সিনেমা দেখাবেন।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular