Saturday, January 17, 2026
HomeBJPMidnapur : লালদিঘি ICDS সেন্টারে খাবারে পোকা, জেলাশাসককে অভিযোগ বিজেপির, এলাকায় শোরগোল

Midnapur : লালদিঘি ICDS সেন্টারে খাবারে পোকা, জেলাশাসককে অভিযোগ বিজেপির, এলাকায় শোরগোল

insect in food of laldighi icds centre bjp complained to the district administrator

প্রতিনিধি : কে টিভি নিউজ: মেদিনীপুর :
এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবারে শুয়াপোকা। যা নিয়ে শোরগোল এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের লালদিঘী এলাকায়।
জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও লালদিঘি পূর্বপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিনকারিতে করে খিচুড়ি নিয়ে যায় এলাকার এক মহিলা অনিমা সাহু। কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় তিনি লক্ষ্য করেন খিচুড়ির উপর পড়ে রয়েছে শুয়াপোকা। বিষয়টি তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানাতে গেলে ICDS সেন্টার তখন বন্ধ হয়ে যায়, তবে বিষয়টি তিনি পাশাপাশি এলাকার কয়েকজনকে জানান।
যদিও মহিলার অভিযোগ মানতে নারাজ ICDS সেন্টারের শিক্ষিকা শ্যামলী বিষাই। তিনি বলেন, সেন্টারে রান্না এবং বাচ্চাদের খাওয়ানো হয় অতি সতর্কতার সহিত। তাছাড়া এদিন অন্যান্য সমস্ত বাচ্চারা সেই খাবার খেয়েছে, কিন্তু কারো কোন অসুবিধা হয়নি। হতে পারে খাবার নিয়ে যাওয়ার পথে খাবারে শুয়াপোকা পড়েছে।
অন্যদিকে এই ঘটনার বিষয়ে জেলাশাসককে ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্ছাইত। ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেই অভিমত ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর। তিনি বলেন, ICDS সেন্টারে যদি রান্নার সময় বা তারপরে খাবারে শুয়াপোকা পড়ে থাকতো, তাহলে যেসব বাচ্চারা খাবার খেয়েছে তাদের অসুবিধা হতো, কিন্তু কোন বাচ্চার কোন অসুবিধা হয়নি। ফলে এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এর পেছনে সরকার বা পৌর প্রশাসনকে বদনাম করার চক্রান্ত থাকতে পারে।

দেখুন ভিডিও –

RELATED ARTICLES

Most Popular