প্রতিনিধি, দাঁতন: পশ্চিম মেদিনীপুর: কে টিভি নিউজ: ১৪ মে:
ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রচারের পারদ ততই বাড়ছে। এবার দাঁতনে জুন মালিয়ার সমর্থনে সভা করতে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রার্থী, এলাকার বিধায়ক, জেলা সভাপতি, ব্লক নেতৃত্বদের নিয়ে দাঁতনের মাঠে জনসভা করেন। এদিন দাঁতনের সভামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভাষায় প্রথম থেকেই তিনি বক্তব্য রাখা শুরু করেন। তিনি বিজেপি নেতা, বিজেপি সাংসদ, বিধায়কদের কটাক্ষ করেন মঞ্চ থেকে। কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এদিন তিনি বক্তব্য রেখেছিলেন সন্দেশখালি এবং বাংলার দেনা পাওনা নিয়ে। তবে বক্তব্যের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থক এবং উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলেন,” কয়েকদিন আগে তাকে খড়গপুর মেদিনীপুর থেকে কয়েকজন কর্মী সমর্থক মেসেজ করেন যে এই লোকসভা ভোটের সময় বিজেপি নেতারা টাকা বিলি করছেন এলাকায় এলাকায়। এবিষয়ে কর্মী সমর্থকদের প্রথমে প্রশ্ন করেন ,”ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে টাকা আপনারা নিয়ে নেবেন? কি নেবেন না?
এরপর তিনি যুক্তি দিয়ে বলেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, এই টাকা আপনার টাকা। যুক্তি দেখিয়ে তিনি বলেন মহামারী কোভিডের সময় এদেরকে আপনারা পাননি। আপনারা ১০০ দিনের টাকা পাননি। মজার ছলে বলেন “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না” এই নির্বাচনের সময় ওদের মনে পড়ছে আপনাদের কথা।তিনি এও বলেন ওরা ৫০০ টাকা দিতে এলে বলবেন ২০০০ দাও, তাহলে পদ্মফুলে ভোট দেব। ক্লাব কর্তাদের বলেন ২০০০ দিতে এলে ৫০০০ চাইবেন, ৫০০০ দিতে হলে ১৫০০০ চাইবেন।
আপনারা টাকা ফিরিয়ে দেবেন না। তিনি বলেন, “আপনারা পদ্মফুল থেকে টাকা নেবেন এবং জোড়াফুলে ভোটটা দেবেন”। উপমা দিয়ে বলেন, “সাঁকরার ঠুকঠাক, কামারের এক ঘা” তিনি কটাক্ষের সুরে এও বলেন পাঁচ বছর ঠকিয়েছে এরা। আপনারা একদিনে জবাব দিয়ে এদের বাংলা থেকে বিতাড়িত করবেন। সেই সঙ্গে প্রার্থীকে দাঁড় করিয়ে অভিষেক ব্যানার্জী বলেন, আমাদের প্রার্থী জুন মালিয়াকে আপনারা সাংসদ হিসেবে জিতিয়ে আনবেন, এটা সুনিশ্চিত করুন।
ভিডিও লিংক নিচে