Monday, December 23, 2024
HomeKharagpurখড়্গপুর DRM অফিসে রেলের জেনারেল ম্যানেজারের পরিদর্শনকে ঘিরে তৃনমূলের বিক্ষোভ, খড়্গপুর শহর...

খড়্গপুর DRM অফিসে রেলের জেনারেল ম্যানেজারের পরিদর্শনকে ঘিরে তৃনমূলের বিক্ষোভ, খড়্গপুর শহর জুড়ে চাঞ্চল্য

Trinamool protests over the visit of Railway General Manager to Kharagpur DRM office

প্রতিনিধি, খড়্গপুর: কে টিভি নিউজ: ১২ মে:
দুদিন আগে রেলমন্ত্রীর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার পালের সমর্থনে সভা করেন খড়্গপুরে ৪৮ কাটেতে না কাটতেই রবিবারই হঠাৎ ছুটির দিনে খড়্গপুরের নানা কর্মসূচি নেয় সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা পৌঁছে গেলেন খড়্গপুরের ডিআরএম বিল্ডিংয়ে তৃণমূলের অভিযোগ বিজেপির হয়ে বিজেপির হয়ে প্রচার করতে নেমেছেন সাউথ ইস্টার্ন রেলের জিএম অনিল কুমার মিশ্রা। জিএম আসার আগেই খড়গপুর রেল স্টেশনে থাকা বোগদা এলাকাতে একাধিক অবৈধভাবে থাকা দোকানের উপর মুখেই কাপড় দিয়ে ঢেকে দেয় রেল আর সেই ঘেরা কাপড় খুলে দিল জোর করে তৃণমূল একেবারে আরপিএফ দের সামনেই চলে স্লোগান।

Ktvnewsbangla.com
খুলে ফেলা হচ্ছে বোগদা এলাকার দোকানের ঢেকে ফেলা কাপড়

তৃণমূলের জেলার সহ-সভাপতি দেবাশীষ চৌধুরীর অভিযোগ নির্বাচন বিধিকে লংঘন করে রেলমন্ত্রী নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে এসেছেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা।তিনি যেখানেই যেখানেই যাবেন ইনস্পেকশন করতে তাকে আমাদের বাধার মুখে পড়তে হবে আমরাও তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াবো আমাদের একটাই প্রশ্ন এতদিনে এলেন না কেন রেলমন্ত্রী যাওয়ার একদিন পরেই আপনার মনে পড়ল রেল কর্মীদের কোয়াটারের অবস্থা বেহাল বা রাস্তার অবস্থা বেহাল রয়েছে তাই উনি যেখানেই যাবেন আমাদের বাধার মুখে পড়তে হবে তাকে আমরা তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াবো এরপর মিছিল করে সোজা ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা। ডিআরএম বিল্ডিং এ এখন জেনারেল ম্যানেজার বৈঠক চলছে ভিতরে আর বাইরে চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল।
যদিও এদিন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা তৃনমূলের এই ধরণের কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা রেল প্রসাশন রেলের প্রসাশনিক কাজ করতে এখানে এসেছি, কিন্তু যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, তারা আমাদের কাজে বাধার সৃষ্টি করছেন। আমি প্রতি মাসের এখানে পরিদর্শনে আসি, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যারা এগুলো করছেন ঠিক করছেন না।

RELATED ARTICLES

Most Popular