Sunday, January 18, 2026
HomeDebraডেবরায় ভোট প্রচারে গিয়ে সাংসদ দীপক অধিকারী (দেব) কে কটাক্ষ হিরনের চ্যাটার্জীর

ডেবরায় ভোট প্রচারে গিয়ে সাংসদ দীপক অধিকারী (দেব) কে কটাক্ষ হিরনের চ্যাটার্জীর

Hiran Chatterjee Target MP Deepak Adhikari (Dev) while campaigning in Debra

ডেবরায় জনসংযোগ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরনময় চট্ট্যোপাধ্যায়, নেতা সঙ্গে বৈঠকেও বসেন তিনি। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকায় জনসংযোগে উপস্থিত হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরনময় চট্ট্যোপাধ্যায়। এদিন বালিচকে দোকানদারদের কাছে গিয়ে কথা বলেন হিরন। তারপর বালিচক ব্যাবসায়ী সমিতির হলে ডেবরা ব্লকের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে যান ডেবরার রাধামোহনপুর এলাকার একটি শিব মন্দিরে পূজো দিতে। হিরন ছাড়াও সঙ্গে ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, বিজেপির রাজ্য নেতা দুলাল মাইতি, ডেবরা ব্লকের বিজেপির চারটি মন্ডলের সভাপতি সহ অনান্যরা।

Ktvnewsbangla.com
ডেবরায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে হিরন চ্যাটার্জী

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরন দেবকে ( দীপক অধিকারী) কটাক্ষ করে বলেন, উনি (দেব) আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে যদি প্রমাণিত হয় উনি এনামুল, তার আত্মীয় স্বজন বা এনামুল নামে কোন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাহলে উনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। হিরন আরও বলেন, উনি (দেব) কবে ইন্ডাস্ট্রি ছাড়বেন বলবেন, আমি তথ্য নিয়ে হাজির হয়ে যাবো উনার কাছে। এছাড়াও লোকসভায় দেবের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী।

ভিডিও নিচের লিংকে!

RELATED ARTICLES

Most Popular