Thursday, January 15, 2026
HomeIndiaমেদিনীপুরে লিটারারি মিটে পুলিশ সুপার, মঞ্চে দাঁড়িয়ে শোনালেন পাঠকের মনের কথা

মেদিনীপুরে লিটারারি মিটে পুলিশ সুপার, মঞ্চে দাঁড়িয়ে শোনালেন পাঠকের মনের কথা

Superintendent of Police in Literary Meet in Medinipur, stood on stage and said the reader's mind

প্রতিনিধি: কে টিভি নিউজ: মেদিনীপুর: ১ মার্চ: এবার অন্য রুপে জেলা পুলিশ সুপার। সাহিত্য ও সংস্কৃতি মঞ্চে উপস্থিত হলেন কবির পোশাকে। মঞ্চে বক্তব্য রাখলেন “পাঠকের মন” নিয়ে। শনিবার এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুরের তরুণ কবিদের আয়োজিত মেদিনীপুর কলেজের লিটারারি মিট এর অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা, নাট্যকার গৌতম হালদার। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।

Ktvnewsbangla.com
মেদিনীপুর লিটারারি মিট ২০২৫ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

জেলা পুলিশ সুপারের এরূপ দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হতবাক হয়েছিলেন। তবে তাঁর বক্তব্যে অনেকেই মনোমুগ্ধ হয়েছেন। এদিনের মঞ্চে জেলা পুলিশ সুপার মূলত “পাঠকের মন” নিয়ে বক্তব্য রাখেন। যেখানে তিনি তুলে ধরেন বই পড়া, বই বোঝা, বইয়ের তাৎপর্য ইত্যাদি। প্রসঙ্গত, সারা রাজ্যের মধ্যে কোলকাতা বাদে একমাত্র পশ্চিম মেদিনীপুরেই আয়োজিত হয় এই লিটারারি মিট। যেখানে বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার সহ সংস্কৃতি প্রেমী মানুষেরা উপস্থিত হন।

Ktvnewsbangla.com
জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সম্মান জ্ঞাপন

বিভিন্ন জেলার কবি সাহিত্যিকদের সাথেই তার যে আত্মিক সম্পর্ক রয়েছে তিনি এদিন তার অনুষ্ঠানে আসা এবং তার বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার করে দিয়েছেন।

Ktvnewsbangla.com
অনুষ্ঠানের মাঝে বইয়ের স্টলে জেলা পুলিশ সুপার

আগামী দিনে এই মিট জেলা ছাড়িয়ে রাজ্য তথা রাজ্যের বাইরেও যাতে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে। তারই আবেদন জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

খবরের ভিডিও লিঙ্ক নিচে

RELATED ARTICLES

Most Popular