Saturday, December 21, 2024
HomeKeshpurKeshpur : কেশপুরের এলুনী গ্রামে প্রয়াত সেনা জওয়ানের মুর্তি স্থাপন প্রাক্তন সেনাবাহিনীর

Keshpur : কেশপুরের এলুনী গ্রামে প্রয়াত সেনা জওয়ানের মুর্তি স্থাপন প্রাক্তন সেনাবাহিনীর

The statue of the late army jawan is placing in Eluni village of Keshpur by ex-army

প্রতিনিধি : কে টিভি নিউজ : কেশপুর : ৩০ মে : শহীদ সেনা জওয়ান রাজেশ ঘোষের মূর্তি উন্মোচনে কেন্দ্রীয় বাহিনীর প্রাক্তন সৈনিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর আমনপুর গ্রাম পঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা রাজেশ ঘোষ। ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা শেষ করার পর ২০১৩ সালে ভারতীয় আর্মি সেনাবাহিনীতে যোগদান করেন। ২০১৯ সালে বাড়িতে এসে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন, তারপরই দুর্ঘটনায় প্রাণ যায় তার। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Ktvnewsbangla.com
প্রয়াত সেনা জওয়ানের রাজেশ ঘোষের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন

অবশেষে ২০২৪ সালের ৩০ শে মে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তার পূর্ণ মূর্তি বসানো হয় গ্রামে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখার্জী, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবিলোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরা ও এলুনি গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ কোল্যা সহ গ্রামের মানুষজন। প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায় বলেন, আমি সেই মাকে প্রণাম জানাই, যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিকদের গর্ভে ধারণ করেছেন। রাজেশের আত্মার শান্তি কামনা করি। পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখতে অনুরোধ জানাচ্ছি সকলকে।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular