নিজস্ব প্রতিনিধি, কেশপুর, পশ্চিম মেদিনীপুর,২৫ শে ফেব্রুয়ারী: এবার সাফাই অভিযান কর্মসূচিতে গ্রাম সম্পদ কর্মীরা। রবিবার ছুটির দিনেও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৮ নং আমড়াকুচি অঞ্চলে ঝাঁটা হাতে এলাকায় সাফাই অভিযানে নামলো গ্রাম সম্পদ কর্মীরা (VRP)। রবিবার ছুটির দিনে সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করলো গ্রামের VRP রা। এমনই চিত্র ধরা পড়ল কেশপুরের ৮ নং আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতে কার্যালয় সহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন একঝাঁক VRP কর্মী ও গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্চল প্রধান মোরফিয়া বিবি এলাকার সাফাই অভিযানে হাত লাগালেন।
মরফিয়া বিবি বলেন, আজ (রবিবার) স্পেশাল ক্লিনিং ডে। তাই এই দিনটিকে সামনে রেখে এই সাফাই কর্মসূচি পালন করলাম আমরা। শুধু আজকের দিনে নয়, মাঝে মাঝেই আমরা এই ধরনের সাফাই অভিযান করে থাকি। কারন গ্রামের মানুষকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি আমাদের একটা সামাজিক কর্তব্য রয়েছে, যেটা আমাদের পালন করা সমাজের স্বার্থে প্রয়োজন। এই ধরণের সাফাই অভিযানের ফলে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। এলাকার মানুষ বিভিন্ন ধরনের রোগ জ্বালা থেকে মুক্ত থাকবে। গ্রাম পঞ্চায়েত অফিস এবং আশেপাশের গ্রাম এলাকা যাতে দূষণ মুক্ত থাকে তা বজায় রাখা আমাদেরই দায়িত্ব। তাই এই সাফাই অভিযানের ফলে একদিকে যেমন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন থাকবে তেমনই সাধারণ মানুষ এর দ্বারা সচেতন হবে। তারাও বুঝবে নিজেদের বসবাসের স্থান ও আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখলে আমরা ও আমাদের ছেলেমেয়েরা দূষণ মুক্ত পরিবেশ এবং রোগমুক্ত সমাজ পাবে, যা আজকের দিনে অত্যন্ত জরুরি।